ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বালিশ চাপায় শিশুকে হত্যার অভিযোগে মা আটক

  • আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি সদরের দুই বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত প্রায় ৩টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা।

নিহত মো. তহিদুল আলম আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। চাকরির সুবাদে স্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই বছরের ছেলে ও চার বছরের মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।

মোস্তাফিজুর বলেন, গতকাল (বৃহস্পতিবার) ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যাই। কিন্তু রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত ৩টার দিকে মোবাইলে আমার ছেলে খুন হয়েছে বলে খবর পাই।

ওসি আব্দুল বাতেন বলেন, রাতের কোনো এক সময় সাবিনা ইয়াসমিন নিজের ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটির মৃত্যু হয়। পরে ছেলে গুরুতর অসুস্থ জানিয়ে তিনি একজন চিকিৎসককে বাসায় নিয়ে যান।

চিকিৎসক গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পান। তবে সাবিনার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করেন চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। আমরা তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

এসি/আপ্র/৩০/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালিশ চাপায় শিশুকে হত্যার অভিযোগে মা আটক

আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি সদরের দুই বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত প্রায় ৩টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা।

নিহত মো. তহিদুল আলম আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। চাকরির সুবাদে স্ত্রী সাবিনা ইয়াসমিন, দুই বছরের ছেলে ও চার বছরের মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।

মোস্তাফিজুর বলেন, গতকাল (বৃহস্পতিবার) ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যাই। কিন্তু রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই। রাত ৩টার দিকে মোবাইলে আমার ছেলে খুন হয়েছে বলে খবর পাই।

ওসি আব্দুল বাতেন বলেন, রাতের কোনো এক সময় সাবিনা ইয়াসমিন নিজের ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটির মৃত্যু হয়। পরে ছেলে গুরুতর অসুস্থ জানিয়ে তিনি একজন চিকিৎসককে বাসায় নিয়ে যান।

চিকিৎসক গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পান। তবে সাবিনার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করেন চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। আমরা তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

এসি/আপ্র/৩০/০৮/২০২৫