ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানালেন কোবেল ও কান

  • আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্য কোনোকিছুই অজানা নয় বরুশিয়া ডর্টমুন্ডের। এইতো মাস তিনেক আগেও একবার দেখা হয়েছিল তাদের, যদিও সেই ম্যাচের অভিজ্ঞতা সুখকর নয় জার্মান ক্লাবটির জন্য। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে লড়াইয়ে তাদেরকে আবার সেই পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান রেখেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এমরে কান ও গ্রেগর কোবেল। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার লিলের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ডর্টমুন্ড।

দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় টিকেট পায় কোয়ার্টার-ফাইনালের। আগের দিন বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলে ৪-১ গোলে এগিয়ে থেকে অনায়াসে শেষ আটে জায়গা নিশ্চিত করে বার্সেলোনা। নকআউট পর্বের ড্রয়ে সামনের সম্ভাব্য পথ আগে থেকে নিশ্চিত থাকায়, লিলের মাঠে ম্যাচ শেষ হওয়ামাত্র নিশ্চিত হয়ে যায় কোয়ার্টারে বার্সেলোনা-ডর্টমুন্ড লড়াই। ম্যাচের পর স্বাভাবিকভাবেই তাই এমরে কানের কাছে জানতে চাওয়া হলো পরবর্তী লড়াই নিয়ে। আত্মবিশ্বাসী কণ্ঠে এই জার্মান মিডফিল্ডার শোনালেন জয়ের আশাবাদ। “ফুটবল খেলাই হয় এই ধরনের সব ম্যাচের জন্য। আমরা লড়াইটা উপভোগ করতে ও দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

আমাদের লক্ষ্য (সেমি-ফাইনালে) ওঠা এবং এজন্য আমরা লড়াই করব। কী হয়, দেখা যাক।” বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সুইস গোলরক্ষক কোবেলের কণ্ঠেও মিশে রইল বাড়তি রোমাঞ্চ। প্রতিপক্ষকে এগিয়ে রেখেই জয়ের ছবি আঁকছেন তিনি।
“বার্সা দারুণ প্রতিপক্ষ এবং লড়াইটা খ্বু কঠিন হবে; তবে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল খেলার চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। ডর্টমুন্ডে দ্বিতীয় লেগ হওয়ায় বাড়তি কোনো সুবিধা (আমরা) পাব কি না? বার্সেলোনার বিপক্ষে আমরা আন্ডারডগ।” নতুন আঙ্গিকের এবারের আসরে প্রাথমিক পর্বে দেখা হয়েছিল দুই দলের। গত ডিসেম্বরে ঘরের মাঠে সেই ম্যাচে দুবার ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ডর্টমুন্ড, ম্যাচটি ৩-২ গোলে জিতে যায় কাতালান ক্লাবটি। ডর্টমুন্ডের সাবেক ফুটবলার ও বর্তমানে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেইল সেই ম্যাচের প্রসঙ্গ টানলেন। বললেন, এবারও তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। “বেনফিকার বিপক্ষে বার্সেলোনার খেলা আমরা দেখেছি এবং তারা খুব শক্ত প্রতিপক্ষ।

সাম্প্রতিক সময়ে (ডিসেম্বরে) আমরা তাদের বিপক্ষে খেলেছি, সুতরাং তারা কোনো অজানা প্রতিপক্ষ নয়। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। নিঃসন্দেহে খুব কঠিন একটা ম্যাচ হবে।” আগামী ৯ এপ্রিল বার্সেলোনার মাঠে হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ। এরপর ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে গড়াবে ফিরতি পর্ব।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

বার্সেলোনাকে চ্যালেঞ্জ জানালেন কোবেল ও কান

আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্য কোনোকিছুই অজানা নয় বরুশিয়া ডর্টমুন্ডের। এইতো মাস তিনেক আগেও একবার দেখা হয়েছিল তাদের, যদিও সেই ম্যাচের অভিজ্ঞতা সুখকর নয় জার্মান ক্লাবটির জন্য। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে লড়াইয়ে তাদেরকে আবার সেই পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান রেখেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এমরে কান ও গ্রেগর কোবেল। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার লিলের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ডর্টমুন্ড।

দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় টিকেট পায় কোয়ার্টার-ফাইনালের। আগের দিন বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলে ৪-১ গোলে এগিয়ে থেকে অনায়াসে শেষ আটে জায়গা নিশ্চিত করে বার্সেলোনা। নকআউট পর্বের ড্রয়ে সামনের সম্ভাব্য পথ আগে থেকে নিশ্চিত থাকায়, লিলের মাঠে ম্যাচ শেষ হওয়ামাত্র নিশ্চিত হয়ে যায় কোয়ার্টারে বার্সেলোনা-ডর্টমুন্ড লড়াই। ম্যাচের পর স্বাভাবিকভাবেই তাই এমরে কানের কাছে জানতে চাওয়া হলো পরবর্তী লড়াই নিয়ে। আত্মবিশ্বাসী কণ্ঠে এই জার্মান মিডফিল্ডার শোনালেন জয়ের আশাবাদ। “ফুটবল খেলাই হয় এই ধরনের সব ম্যাচের জন্য। আমরা লড়াইটা উপভোগ করতে ও দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

আমাদের লক্ষ্য (সেমি-ফাইনালে) ওঠা এবং এজন্য আমরা লড়াই করব। কী হয়, দেখা যাক।” বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সুইস গোলরক্ষক কোবেলের কণ্ঠেও মিশে রইল বাড়তি রোমাঞ্চ। প্রতিপক্ষকে এগিয়ে রেখেই জয়ের ছবি আঁকছেন তিনি।
“বার্সা দারুণ প্রতিপক্ষ এবং লড়াইটা খ্বু কঠিন হবে; তবে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনাল খেলার চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। ডর্টমুন্ডে দ্বিতীয় লেগ হওয়ায় বাড়তি কোনো সুবিধা (আমরা) পাব কি না? বার্সেলোনার বিপক্ষে আমরা আন্ডারডগ।” নতুন আঙ্গিকের এবারের আসরে প্রাথমিক পর্বে দেখা হয়েছিল দুই দলের। গত ডিসেম্বরে ঘরের মাঠে সেই ম্যাচে দুবার ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ডর্টমুন্ড, ম্যাচটি ৩-২ গোলে জিতে যায় কাতালান ক্লাবটি। ডর্টমুন্ডের সাবেক ফুটবলার ও বর্তমানে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেইল সেই ম্যাচের প্রসঙ্গ টানলেন। বললেন, এবারও তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। “বেনফিকার বিপক্ষে বার্সেলোনার খেলা আমরা দেখেছি এবং তারা খুব শক্ত প্রতিপক্ষ।

সাম্প্রতিক সময়ে (ডিসেম্বরে) আমরা তাদের বিপক্ষে খেলেছি, সুতরাং তারা কোনো অজানা প্রতিপক্ষ নয়। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। নিঃসন্দেহে খুব কঠিন একটা ম্যাচ হবে।” আগামী ৯ এপ্রিল বার্সেলোনার মাঠে হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ। এরপর ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে গড়াবে ফিরতি পর্ব।