ক্রীড়া ডেস্ক : বায়ার্ন মিউনিখের সবচেয়ে বড় ভরসার নামই হয়ে ছিলেন এতদিন। টানা দুই মৌসুমে শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি গোল করে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু।
তবুও এবার বায়ার্ন মিউনিখ ছাড়তে মরিয়া রবার্ট লেভান্ডোভস্কি।
স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন নিজের পরের গন্তব্যে যাওয়ার ইচ্ছের কথা। বার্সেলোনায় যেতে চান, এমন ইচ্ছের কথা লেভান্ডোভস্কি বলেছেন বেশ কয়েকবার। যদিও এখনও এক বছরের চুক্তি থাকা ফুটবলারকে ছাড়ার ব্যাপারে সরব নয় বায়ার্ন। কিন্তু পোল্যান্ডের তারকা আবারও বললেন, তাকে ছেড়ে দেওয়াটা ভালো হবে দুই পক্ষের জন্যই।
৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘আমার মনে হয় এটা বায়ার্নের জন্য ভালো হয় আমার জন্য পাওয়া অর্থ তারা বিনিয়োগ করলে আমাকে ধরে না রেখে। আমি কোনো কিছুতে জোর করতে চাই না, এটা বিষয় না। ব্যাপারটা হচ্ছে সেরা সমাধান খুঁজে বের করা। ’
‘আমি চাই এটা শেষ হোক : আবেগ শান্ত রাখছি। আমি ঠা-াভাবে কথা বলতে চাই, মিডিয়ার মাধ্যমে না। আমি জানি একটা দ্বন্দ্ব অনেক শিরোনাম তৈরি করবে। কিন্তু এফসি বায়ার্ন ও আমি শত্রু না। ’
সমর্থক ও ক্লাবের ভালোবাসার কথাও তার মনে আছে বলেই জানান লেভান্ডোভস্কি, ‘আমি ভাব ধরে থাকি না। বায়ার্নে কী ছিল আমি জানি ও সেটা উপলব্ধি করি। আমি এটাও জানি নিজের সেরাটা করছি আট বছরের ক্লাব ও সমর্থকদের যেন হতাশ হতে না হয় সেজন্য। ’
বার্সায় যেতে মরিয়া লেভা বললেন, ‘বায়ার্ন আমার শত্রু না’
ট্যাগস :
বার্সায় যেতে মরিয়া লেভা বললেন
জনপ্রিয় সংবাদ