ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বার্সার সঙ্গে চুক্তি শেষ, মেসি এখন ফ্রি এজেন্ট

  • আপডেট সময় : ১২:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা সমর্থকরা যেই দিনটির জন্য ভীত ছিলেন, সেই দিন চলে এসেছে। লিওনেল মেসি এখন আর ব্লাউগ্রানার কোনো ফুটবলার না। সেই যে প্রথমবার একটি রুমালে চুক্তি স্বাক্ষর করেছিলেন, মাঝে ৭ হাজার ৫০৪ দিনের অবসান হলো। সর্বশেষ চুক্তি অনুযায়ী মেসির সঙ্গে বার্সার ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সম্পর্ক ছিল। তবে গত মধ্যরাতেই আর্জেন্টাইন তারকা ফ্রি এজেন্ট হয়ে যান। অবশ্য এই চুক্তি শেষ হওয়ার আগেই মেসির সঙ্গে ক্লাবের নতুন প্রেসিডেন্ট জন লাপোর্তা নতুন চুক্তির বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। তবে কোনো ফলাফলই আসেনি। যদিও নতুন চুক্তি না করা মানে এই নয় যে, মেসি বার্সা ছাড়ছেন। ক্যাম্প ন্যু সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, নতুন করে কাগজ-কলম হাতে নেবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। গায়ে তুলবেন নীল-লাল জার্সি। তবে মেসিকে এখন আর বার্সা ফুটবলার বলা যাবে না।
কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছেড়ে যেকোনও ক্লাবে যোগ দিতে পারবেন। তবে মেসিকে নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে। অবশ্য আর্থিক সংকটের কারণে বার্সা এবার কালক্ষেপণ করছে মেসি ও তার বাবার দাবি-দাওয়া মেনে নিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্সার সঙ্গে চুক্তি শেষ, মেসি এখন ফ্রি এজেন্ট

আপডেট সময় : ১২:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা সমর্থকরা যেই দিনটির জন্য ভীত ছিলেন, সেই দিন চলে এসেছে। লিওনেল মেসি এখন আর ব্লাউগ্রানার কোনো ফুটবলার না। সেই যে প্রথমবার একটি রুমালে চুক্তি স্বাক্ষর করেছিলেন, মাঝে ৭ হাজার ৫০৪ দিনের অবসান হলো। সর্বশেষ চুক্তি অনুযায়ী মেসির সঙ্গে বার্সার ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সম্পর্ক ছিল। তবে গত মধ্যরাতেই আর্জেন্টাইন তারকা ফ্রি এজেন্ট হয়ে যান। অবশ্য এই চুক্তি শেষ হওয়ার আগেই মেসির সঙ্গে ক্লাবের নতুন প্রেসিডেন্ট জন লাপোর্তা নতুন চুক্তির বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। তবে কোনো ফলাফলই আসেনি। যদিও নতুন চুক্তি না করা মানে এই নয় যে, মেসি বার্সা ছাড়ছেন। ক্যাম্প ন্যু সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, নতুন করে কাগজ-কলম হাতে নেবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। গায়ে তুলবেন নীল-লাল জার্সি। তবে মেসিকে এখন আর বার্সা ফুটবলার বলা যাবে না।
কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছেড়ে যেকোনও ক্লাবে যোগ দিতে পারবেন। তবে মেসিকে নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে। অবশ্য আর্থিক সংকটের কারণে বার্সা এবার কালক্ষেপণ করছে মেসি ও তার বাবার দাবি-দাওয়া মেনে নিতে।