ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

বার্সার অনুশীলনে যোগ দিলেন দেম্বেলে-আগুয়েরো

  • আপডেট সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : মেসি-গ্রিজম্যানদের হারিয়ে বড় কঠিন সময় পাড় করছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কঠিন এই মুহূর্তে কিছুটা স্বস্তির খবর পেয়েছে বার্সা সমর্থকরা। চোট কাটিয়ে লম্বা সময় পর দলীয় অনুশীলনে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সোমবার টুইটার বার্তায় বার্সা জানায়, দলের অনুশীলনের একটি পর্যায়ে অংশ নিয়েছেন দেম্বেলে ও আগুয়েরো। তবে রোনাল্ড কোম্যানের দলে জায়গা পেতে চিকিৎসক দলের সবুজ সংকেত পেতে হবে তাদের। গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে খেলার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন দেম্বেলে। পরে অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর এই প্রথম অনুশীলনে ফিরলেন তিনি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ করে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। বার্সার হয়ে এখনো অভিষেক হয়নি এই আর্জেন্টাইনের। গত ৮ অগাস্ট প্রাক-মৌসুম প্রস্তুতিতে ডান পায়ের পেশিতে চোট পাওয়ার পর সোমবার অনুশীলনে ফিরলেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্সার অনুশীলনে যোগ দিলেন দেম্বেলে-আগুয়েরো

আপডেট সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : মেসি-গ্রিজম্যানদের হারিয়ে বড় কঠিন সময় পাড় করছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কঠিন এই মুহূর্তে কিছুটা স্বস্তির খবর পেয়েছে বার্সা সমর্থকরা। চোট কাটিয়ে লম্বা সময় পর দলীয় অনুশীলনে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। সোমবার টুইটার বার্তায় বার্সা জানায়, দলের অনুশীলনের একটি পর্যায়ে অংশ নিয়েছেন দেম্বেলে ও আগুয়েরো। তবে রোনাল্ড কোম্যানের দলে জায়গা পেতে চিকিৎসক দলের সবুজ সংকেত পেতে হবে তাদের। গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে খেলার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন দেম্বেলে। পরে অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর এই প্রথম অনুশীলনে ফিরলেন তিনি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ করে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। বার্সার হয়ে এখনো অভিষেক হয়নি এই আর্জেন্টাইনের। গত ৮ অগাস্ট প্রাক-মৌসুম প্রস্তুতিতে ডান পায়ের পেশিতে চোট পাওয়ার পর সোমবার অনুশীলনে ফিরলেন তিনি।