ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বার্লিন চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে ইউক্রেন-ইরান ইস্যু

  • আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : প্রতি বছরের ফেব্রুয়ারিতে বসে বার্লিন চলচ্চিত্র উৎসবের আসর। উৎসবটি বার্লিনেল নামেও পরিচিত। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি। তবে জার্মানির প্রচ- শীতে আয়োজন করা হয় বলে এই উৎসবে কান বা ভেনিসের মতো আমেজ পাওয়া যায় না কখনই। তবে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৈরি সিনেমাকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে এই উৎসব ছোট-বড় যে কোনো চলচ্চিত্র উৎসবের থেকে এগিয়ে থাকে সবসময়। বার্লিন ব্লকবাস্টার সিনেমার চেয়ে দ্বিগুণ প্রাধান্য দেয় রাজনৈতিক ইস্যু নিয়ে তৈরি সিনেমা ও ডকুমেন্টারিগুলোকে। এবারও তার ব্যতিক্রম হবে না। এবারের আসরে ইউক্রেন ও ইরানের রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো তুলে ধরা হবে সিনেমা ও ডকুমেন্টারির মাধ্যমে।ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে তৈরি ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ দেখানো হবে বার্লিন চলচ্চিত্র উৎসব। প্রিমিয়ার হবে শন পেন ও অ্যারন কাউফের ডকুমেন্টারি ‘সুপারপাওয়ার’-এর। এই ডকুমেন্টারিটিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর আগের এবং পরের অনেক বিষয় তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকার নেয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এছাড়া আছে ইউক্রেনের আরও তিনটি ডকুমেন্টারি। এ ছাড়াও যুদ্ধ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে টোনিয়া নোয়াব্রোভার প্যানারোমা এন্ট্রি ‘ডু ইউ লাভ মি’ থাকছে উৎসবে।ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও এবারের উৎসবে তুলে ধরা হবে বেশ কিছু ডকুমেন্টারির মাধ্যমে। তার মাঝে অন্যতম মেহরান দামাদনের ‘মাই ওয়ার্স্ট এনিমি’ এবং ‘টুওয়ার্ডস হ্যাপি অ্যালেস’, সেখানে কারাদন্ড প্রাপ্ত নির্মাতা জাফর পানাহির সাক্ষাৎকার আছে। ইউক্রেন ও ইরানের সাথে একাত্মতা প্রকাশের জন্য বার্লিন এবছর ইরান ও রাশিয়ান সরকারের সাথে যুক্ত সকল প্রতিষ্ঠান, সাংবাদিক, চলচ্চিত্র সংশ্লিষ্টকে নিষিদ্ধ করেছে। চলচ্চিত্র বোদ্ধাদের কাছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের কোন প্রান্তের সিনেমা গোল্ডেন বিয়ার শ্রেষ্ঠ সিনেমার সম্মান অর্জন করবে, কোন পরিচালক শ্রেষ্ঠত্বের সম্মান ছিনিয়ে নিতে পারবেন, তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলে ফেব্রুয়ারি মাস জুড়ে। ১৬ ফেব্রুয়ারি উঠবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা। পর্দা নামবে ২৬ ফেব্রুয়ারি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্লিন চলচ্চিত্র উৎসবে তুলে ধরা হবে ইউক্রেন-ইরান ইস্যু

আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : প্রতি বছরের ফেব্রুয়ারিতে বসে বার্লিন চলচ্চিত্র উৎসবের আসর। উৎসবটি বার্লিনেল নামেও পরিচিত। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি। তবে জার্মানির প্রচ- শীতে আয়োজন করা হয় বলে এই উৎসবে কান বা ভেনিসের মতো আমেজ পাওয়া যায় না কখনই। তবে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৈরি সিনেমাকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে এই উৎসব ছোট-বড় যে কোনো চলচ্চিত্র উৎসবের থেকে এগিয়ে থাকে সবসময়। বার্লিন ব্লকবাস্টার সিনেমার চেয়ে দ্বিগুণ প্রাধান্য দেয় রাজনৈতিক ইস্যু নিয়ে তৈরি সিনেমা ও ডকুমেন্টারিগুলোকে। এবারও তার ব্যতিক্রম হবে না। এবারের আসরে ইউক্রেন ও ইরানের রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো তুলে ধরা হবে সিনেমা ও ডকুমেন্টারির মাধ্যমে।ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে তৈরি ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ দেখানো হবে বার্লিন চলচ্চিত্র উৎসব। প্রিমিয়ার হবে শন পেন ও অ্যারন কাউফের ডকুমেন্টারি ‘সুপারপাওয়ার’-এর। এই ডকুমেন্টারিটিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর আগের এবং পরের অনেক বিষয় তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকার নেয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এছাড়া আছে ইউক্রেনের আরও তিনটি ডকুমেন্টারি। এ ছাড়াও যুদ্ধ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে টোনিয়া নোয়াব্রোভার প্যানারোমা এন্ট্রি ‘ডু ইউ লাভ মি’ থাকছে উৎসবে।ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও এবারের উৎসবে তুলে ধরা হবে বেশ কিছু ডকুমেন্টারির মাধ্যমে। তার মাঝে অন্যতম মেহরান দামাদনের ‘মাই ওয়ার্স্ট এনিমি’ এবং ‘টুওয়ার্ডস হ্যাপি অ্যালেস’, সেখানে কারাদন্ড প্রাপ্ত নির্মাতা জাফর পানাহির সাক্ষাৎকার আছে। ইউক্রেন ও ইরানের সাথে একাত্মতা প্রকাশের জন্য বার্লিন এবছর ইরান ও রাশিয়ান সরকারের সাথে যুক্ত সকল প্রতিষ্ঠান, সাংবাদিক, চলচ্চিত্র সংশ্লিষ্টকে নিষিদ্ধ করেছে। চলচ্চিত্র বোদ্ধাদের কাছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের কোন প্রান্তের সিনেমা গোল্ডেন বিয়ার শ্রেষ্ঠ সিনেমার সম্মান অর্জন করবে, কোন পরিচালক শ্রেষ্ঠত্বের সম্মান ছিনিয়ে নিতে পারবেন, তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলে ফেব্রুয়ারি মাস জুড়ে। ১৬ ফেব্রুয়ারি উঠবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা। পর্দা নামবে ২৬ ফেব্রুয়ারি।