রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক থেকে মো. হেলাল উদ্দিন নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, হেলাল রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের শ্রমিক মাঝি ফারুকের বাবুর্চি হিসেবে কাজ করতেন। তিনি হঠাৎ অসুস্থ হলে সেখান থেকে ২০ মে রাজস্থলী উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার খোঁজ না পেয়ে স্বজনরা ২২ মে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাজস্থলী সীমান্ত সড়কের মিতিঙ্গ্যাছড়ি এলাকায় হেলালের মরদেহ পায়। মৃত হেলালের বাড়ি লংগদু উপজেলার কালুপাকুজ্জ্যা ইউনিয়নের ইসলামপুর এলাকায়।