ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

  • আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত ভর্তি আছেন ৩৩ জন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা এখনও সংকটাপন্ন।
সোমবার (২৮ জুলাই) বেলা ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘ভালো খবর হলো ইন্টারমিডিয়েট পর্যায়ের তিন জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। তবে আবহাওয়া বিবেচনায় এবং তাদের পরিবার অনুরোধে পরবর্তী ড্রেসিং করার পর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘গত রোববার ভেন্টিলেটরে দুজন ছিল, তাদের একজনকে আমরা হারিয়েছি। বর্তমানে ৩৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৩ জন এবং সিভিয়ার ৩ জন। মোট শিশু আছেন ২৭ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত মারা গেছেন ১৮ জন। তবে মোট মৃত্যুর সংখ্যা বলতে তিনি সম্মত হননি। তিনি বলেন, ‘মোট মৃত্যুর সংখ্যা জানাবে মন্ত্রণালয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত ভর্তি আছেন ৩৩ জন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা এখনও সংকটাপন্ন।
সোমবার (২৮ জুলাই) বেলা ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘ভালো খবর হলো ইন্টারমিডিয়েট পর্যায়ের তিন জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। তবে আবহাওয়া বিবেচনায় এবং তাদের পরিবার অনুরোধে পরবর্তী ড্রেসিং করার পর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘গত রোববার ভেন্টিলেটরে দুজন ছিল, তাদের একজনকে আমরা হারিয়েছি। বর্তমানে ৩৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৩ জন এবং সিভিয়ার ৩ জন। মোট শিশু আছেন ২৭ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত মারা গেছেন ১৮ জন। তবে মোট মৃত্যুর সংখ্যা বলতে তিনি সম্মত হননি। তিনি বলেন, ‘মোট মৃত্যুর সংখ্যা জানাবে মন্ত্রণালয়।’