ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বায়ুদূষণে শীর্ষ অবস্থান লজ্জার, প্রতিরোধে ব্যবস্থাও খুব বাজে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণের ক্ষেত্রে রাজধানী ঢাকা শীর্ষে থাকাকে লজ্জার বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘বায়ুদূষণ মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে সংশ্লিষ্টদের যে ব্যবস্থা সেগুলোও খুবই বাজে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক নিরাপত্তা জনসচেতনতামূলক এক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ কর্মসূচির আয়োজন করে। সম্প্রতি বারবার বায়ুদূষণে ঢাকার শীর্ষ অবস্থানের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন ওবায়দুল কাদেরকে। উত্তরে এটি লজ্জার বলে মন্তব্য আসে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের। শেখ হাসিনার আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক যোগাযোগে এই বৈপ্লবিক পরিবর্তন এখন দৃশ্যমান। এখন আমাদের প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা।’ ‘তবে জনগণের সচেতনতা প্রয়োজন। জনগণ সচেতন না হলে বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা কষ্টকর। সড়কে নিরাপত্তা সবাই চায়। ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে। সবাই নিয়ম মেনে চললে সড়কে শৃঙ্খলা আসবে।’ ওবায়দুল কাদের জানান, ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে আনার কাজ শেষ পর্যায়ে। ইজিবাইক একটি নীতিমালার মধ্যে এলে সড়কে কিছু শৃঙ্খলা আসবে আশা রাখেন তিনি। মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরানোর আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন। যদি সরানো না হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পাল্টা নয়, প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকে: বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে দলটি। বিএনপির এ অভিযোগ নাকচ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিনই আছে। এই কর্মসচি নির্বাচন পর্যন্ত থাকবে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। তাই আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।’
রাষ্ট্রপতির বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই বাস্তবায়ন হবে: রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন, তা মঙ্গলবার চূড়ান্ত হতে পারে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের সংসদীয় দলের আজকের বৈঠকে এ বিষয়টি এজেন্ডা আকারে আসতে পারে। ‘রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয়ে আমি কিছু জানি না। তবে আমাদের আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে’—যোগ করেন ওবায়দুল কাদের।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বায়ুদূষণে শীর্ষ অবস্থান লজ্জার, প্রতিরোধে ব্যবস্থাও খুব বাজে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বায়ুদূষণের ক্ষেত্রে রাজধানী ঢাকা শীর্ষে থাকাকে লজ্জার বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘বায়ুদূষণ মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে সংশ্লিষ্টদের যে ব্যবস্থা সেগুলোও খুবই বাজে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক নিরাপত্তা জনসচেতনতামূলক এক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ কর্মসূচির আয়োজন করে। সম্প্রতি বারবার বায়ুদূষণে ঢাকার শীর্ষ অবস্থানের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন ওবায়দুল কাদেরকে। উত্তরে এটি লজ্জার বলে মন্তব্য আসে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের। শেখ হাসিনার আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক যোগাযোগে এই বৈপ্লবিক পরিবর্তন এখন দৃশ্যমান। এখন আমাদের প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা।’ ‘তবে জনগণের সচেতনতা প্রয়োজন। জনগণ সচেতন না হলে বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা কষ্টকর। সড়কে নিরাপত্তা সবাই চায়। ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে। সবাই নিয়ম মেনে চললে সড়কে শৃঙ্খলা আসবে।’ ওবায়দুল কাদের জানান, ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে আনার কাজ শেষ পর্যায়ে। ইজিবাইক একটি নীতিমালার মধ্যে এলে সড়কে কিছু শৃঙ্খলা আসবে আশা রাখেন তিনি। মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরানোর আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন। যদি সরানো না হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পাল্টা নয়, প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকে: বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে দলটি। বিএনপির এ অভিযোগ নাকচ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিনই আছে। এই কর্মসচি নির্বাচন পর্যন্ত থাকবে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। তাই আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।’
রাষ্ট্রপতির বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই বাস্তবায়ন হবে: রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন, তা মঙ্গলবার চূড়ান্ত হতে পারে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের সংসদীয় দলের আজকের বৈঠকে এ বিষয়টি এজেন্ডা আকারে আসতে পারে। ‘রাষ্ট্রপতি কে হচ্ছেন সে বিষয়ে আমি কিছু জানি না। তবে আমাদের আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে’—যোগ করেন ওবায়দুল কাদের।