নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলা, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং ঢাকায় জাতিসংঘের কার্যালয় খোলার অনুমতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ মিছিল শুরু হয়। এর আগে একই দাবিতে উত্তর গেটে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে। সর্বত্র একই চিত্র দেখা যাচ্ছে, এগুলো সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তিনি বলেন, দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিষয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই, এখনো সময় আছে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান ও কাশ্মিরে জাতিসংঘ কিছু করতে পারেনি। তাই বাংলাদেশে তাদের মানবাধিকার কমিশনের দরকার নেই। তিনি বলেন, দেশের মানুষ আগামীতে কোনো চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন তিনি।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইউম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি মাহবুবুর রহমান নাহিয়ান প্রমুখ।
আজকের প্রত্যাশা/কেএমএএ