নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেখানে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন নানুপুরী।
বাবুনগরীর মৃত্যুর পর তার জানাজা-দাফনের বিষয়ে হেফাজতের শীর্ষ নেতারা ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষকরা বৈঠকে বসেন। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের এ নেতা।
যদিও এর আগে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা হবে।
তবে হেফাজতের নেতা ও শিক্ষকদের বৈঠকে সেই সিদ্ধান্তের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে এরপর মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হবে।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবাসিক মেডিক্যাল চিকিৎসক এমজাদ হোসাইন তাকে মৃত ঘোষণা করেন। এ চিকিৎসক বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় হুজুরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পর আমরা ওনাকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি কিডনি, ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন।’
বাবুনগরীর জানাজা রাত ১১টায়, দাফন হাটহাজারী মাদ্রাসায়
ট্যাগস :
বাবুনগরীর জানাজা রাত ১১টায়
জনপ্রিয় সংবাদ