ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বাবা হারালেন আফসানা মিমি

  • আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নব্বই দশকে টিভি পর্দায় জনপ্রিয় মুখ আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ওই পোস্টে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু। ’ মিমি তার বাবার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তার বাবাকে বেহেশত নসিব করেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। এক খুদে বার্তায় তিনি লিখেছেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় আমার নানাবাড়ি যাব এবং সেখানেই দ্রুত দাফন সম্পন্ন হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ ফজলুল করিম। সম্প্রতি পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) সকালে চিকিৎসকরা সৈয়দ ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাবা হারালেন আফসানা মিমি

আপডেট সময় : ১২:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

বিনোদন ডেস্ক: নব্বই দশকে টিভি পর্দায় জনপ্রিয় মুখ আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ওই পোস্টে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু। ’ মিমি তার বাবার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তার বাবাকে বেহেশত নসিব করেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। এক খুদে বার্তায় তিনি লিখেছেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় আমার নানাবাড়ি যাব এবং সেখানেই দ্রুত দাফন সম্পন্ন হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ ফজলুল করিম। সম্প্রতি পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) সকালে চিকিৎসকরা সৈয়দ ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন। আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন।