ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বাবা-ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় : ১২:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারের আমিনবাজার এলাকায় বাবা-ছেলেকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার আমিনবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের ফুয়াদুল ইসলাম (৫৪) ও তার ছেলে আশিক (২)। তারা আমিনবাজার এলাকায় জীবিকার তাগিদে এসে গরুর খামার করেছিলেন এবং সেখানেই বসবাস করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার আনিস সরদার (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিল বিশ্বাস (২৪)। র‌্যাব জানায়, নিহত ফুয়াদুল ইসলাম জীবিকার তাগিদে সাভার আমিনবাজারে রুপালী-সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ২ সেপ্টেম্বর দুপুরে হাউজিংয়ের ভেতর গরুর খামারি ও তার শিশু সন্তানকে হত্যার পর মরদেহ গুমের জন্য বালুচাপা দেওয়া হয়। এরপর শিয়াল মাটি খুঁড়ে নিহত দুইজনের মরদেহ বের করলে স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ দেখতে পান। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাবা-ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ১২:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভারের আমিনবাজার এলাকায় বাবা-ছেলেকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার আমিনবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের ফুয়াদুল ইসলাম (৫৪) ও তার ছেলে আশিক (২)। তারা আমিনবাজার এলাকায় জীবিকার তাগিদে এসে গরুর খামার করেছিলেন এবং সেখানেই বসবাস করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার আনিস সরদার (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিল বিশ্বাস (২৪)। র‌্যাব জানায়, নিহত ফুয়াদুল ইসলাম জীবিকার তাগিদে সাভার আমিনবাজারে রুপালী-সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ২ সেপ্টেম্বর দুপুরে হাউজিংয়ের ভেতর গরুর খামারি ও তার শিশু সন্তানকে হত্যার পর মরদেহ গুমের জন্য বালুচাপা দেওয়া হয়। এরপর শিয়াল মাটি খুঁড়ে নিহত দুইজনের মরদেহ বের করলে স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ দেখতে পান। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।