বিনোদন ডেস্ক: গেল বছর পোশাক ব্যবসায় নেমেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ‘ডিয়াভল’ নামের সেই পোশাক ব্র্যান্ডটির মুখ হয়েছিলেন শাহরুখ নিজেই। তবে প্রথমবারের মত বাবা-ছেলের এক সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল সে প্রসঙ্গে এতদিন দুজনের কেউ মুখ না খুললেও সম্প্রতি বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন আরিয়ান। জিকিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে আরিয়ান জানান যে, বাবার সাথে কাজ করা খুবই আনন্দের, সেই সঙ্গে অনেক কিছু শেখা যায় তার সঙ্গে কাটানো কাজের জার্নি থেকে।
শাহরুখ খানের কাজের নীতিগত প্রথম হাতের অভিজ্ঞতা তার জন্য সত্যিই উত্তেজনাপূর্ণ ছিল বলে জানান তিনি। তিনি আরও যোগ করেন, শাহরুখ খানের প্রচুর জ্ঞান রয়েছে, যা তার কাজকে সহজ করে তোলে। এছাড়াও কিছু জিনিস যা আমাদের মাথা গুটিয়ে নিতে কিছুটা সময় লাগবে, তবে তার জন্য বিরামহীন পরিশ্রম করতে হবে। ২০২৩ সালের শুরুর দিকে ‘ডিয়াভল’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা আরিয়ান খান তাদের এই ব্র্যান্ডের প্রথম কালেকশন লঞ্চ করেছিলেন তাদেরই এই ব্র্যান্ডের ওয়েবসাইটে। তিনি এই ব্র্যান্ড শুরু করেছিলেন কারণ তিনি মনে করেন প্রতিটি গল্পের বা চরিত্রের সঙ্গে পোশাকের এক গভীর যোগাযোগ আছে। এই ব্র্যান্ড লঞ্চ হওয়ার পর থেকেই শাহরুখ খান সেটার প্রচার করছেন। একই সঙ্গে এই ব্র্যান্ডের পোশাকও পরতে দেখা গেছে তাকে।
বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আরিয়ান
জনপ্রিয় সংবাদ


























