নিজস্ব প্রতিবেদক : আকর্ষণীয় ডিজাইন, উন্নতমানের কাঁচামালে তৈরি বাবল ফ্লো প্রযুক্তির শাইন প্লাটিনাম বাথরুম ফিটিংস বাজারে আনলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘মানুষের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পণ্য বাজারে আনি। এ ক্ষেত্রে আমরা পণ্যের গুণগত মান ও কাঁচামালের পাশাপাশি ডিজাইন এবং ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘পানির অপর নাম জীবন। এ পানিকে সহজলভ্য করতে ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৩ সালে আরএফএল বাজারে নিয়ে আসে শাইন ব্র্যান্ডের বাথরুম ফিটিংস। সাশ্রয়ী মূল্য ও উন্নতমানের কারণে এটি ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। শাইন প্লাটিনাম সিরিজে আমরা বাবল ফ্লো প্রযুক্তি ব্যবহার করেছি, যার মাধ্যমে ৩০-৪০ শতাংশ পানির সাশ্রয় সম্ভব হবে। তাছাড়া এসব বাথরুম ফিটিংসের আকর্ষণীয় ডিজাইন ঘরের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে তুলবে।’ বর্তমানে আরএফএল এক্সক্লুসিভ ও অনুমোদিত পরিবেশকের শোরুমে মোট ১০৩ ধরনের প্লাটিনাম সিরিজের শাইন বাথরুম ফিটিংস পাওয়া যাচ্ছে।