নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) আজিমপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পলাশী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোজাম্মেল খান পাঠান। সমাবেশে বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনি এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। বক্তারা আরও বলেন, সাবেক এমপি বাবরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারি হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারি সরকারের পতন হয়েছে, এবার তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক। বিক্ষোভ মিছিলে কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহবায়ক মাহমুদ, সদস্য সচিব মাসুম, লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আফতার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক হাসনাইন আহত হানি, সদস্য সচিব অপু দাস, কোতোয়ালি থানা ছাত্রদলের সাধারণ সদস্য সচিব মামুন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা আদিল হোসেন দিদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য নিকসনসহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ অংশ নেন।
বাবরের মুক্তির দাবিতে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
জনপ্রিয় সংবাদ