সিলেট সংবাদদাতা : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাতে নগরের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। বাপার জাতীয় পরিষদের সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব করেন। সভায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পরে বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল ওই কমিটি অনুমোদন করেন। দুই বছর মেয়াদের এই কমিটিতে জামিল আহমেদ চৌধুরীকে সভাপতি ও আব্দুল করিম কিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ফাদার জোসেফ গোমেজ ও অধ্যাপক ডা. তারেক আজাদ।
কোষাধ্যক্ষ সাংবাদিক ছামির মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাই আল হাদি, অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন, অধ্যাপক এমদাদুল হক ও গৌরাঙ্গ পাত্র। সদস্যরা হলেন হাসান এ চৌধুরী, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী (দিপন), এনামুল মুনির, মাহমুদুর রহমান চৌধুরী, জাকির হোসেন সোহেল, অধ্যাপক ড. দিলারা রহমান, অধ্যাপক আফম জাকারিয়া, অধ্যাপক ড. আলী ওয়াক্কাস, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, স্থপতি রাজন দাশ, মাহবুব সুন্নাহ, মুজাহিদ হোসেন মুনিম, রোমেনা বেগম রোজী, জুবাইয়দা গুলশান আরা, ফজল খান, আলমগীর আলম শাহান, এনায়তুল বারি মুন, বন্বী চক্রবর্তী, দেবাশীষ দেবু, রাজিব চৌধুরী ও শাকিলা ববি।
সভায় সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বাপা সিলেট শাখার সহ-সভাপতি জামিল আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপার জাতীয় পরিষদের সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, বাপার জাতীয় পরিষদের সদস্য ও বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ, সম্পাদক আব্দুল করিম
ট্যাগস :
বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ
জনপ্রিয় সংবাদ