বিনোদন ডেস্ক: কয়েক দিন আগেই দীপিকা-রণবীরের সংসারে নতুন সদস্য এসেছে। মেয়ে হয়েছে তারকা দম্পতির। এই খুশির খবর পাওয়ার কয়েক দিনের মধ্যেই পাওয়া গেল আরেকটি খবর। বান্দ্রায় একটি আলিশান ফ্ল্যাট কিনলেন তারকা জুটি। গত ৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। তারপর মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন তারা। তারপরই জানা গেল এদিন তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি বহুতলে একটি ফ্ল্যাট কিনেছেন। ১২ সেপ্টেম্বর তাদের সেই নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত রণবীর দীপিকার নতুন ফ্ল্যাট। তাদের এই প্রপার্টি অভিনেতার মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছেই অবস্থিত। সি ফেসিং এই ফ্ল্যাট কিনতে ১৭ কোটি ৮০ লাখ রুপি খরচ হয়েছে তাদের। রণবীর দীপিকার এই নতুন ফ্ল্যাট ১৮৪৫ বর্গফুটের। এই ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের দাম ৯৬,৪০০ টাকা। শাহরুখের মান্নতের কাছে বান্দ্রায় কয়েক বছর আগেও দীপিকা-রণবীর একটি সি ফেসিং বাড়ি কিনেছিলেন। তাদের সেই বাড়িটি ১১২৬৬ বর্গফুটের। বিলাসবহুল বাড়ির দাম প্রায় ১০০ কোটি পড়েছিল। এছাড়াও ২০২১ সালে আলিবাগে ২২ কোটি টাকার বিনিময়ে আরও একটি বাড়ি কেনেন এই তারকা দম্পতি।

























