ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

বানরের চশমা ছিনতাই

  • আপডেট সময় : ০৮:৫৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বানরের চুরির অভ্যাসের কথা সবারই জানা। যেসব এলাকায় বানর রয়েছে, সেখানে মানুষের হাত থেকে, এমনকি বাড়িতে ঢুকে খাবারদাবার, জিনিসপত্র চুরির ঘটনা প্রায়ই ঘটায় এই প্রাণীগুলো। এমনকি যে জিনিস বানরের কাজে লাগে না, সে জিনিসও ছিনিয়ে নিতে কসুর করে না। তাই বলে চোখ থেকে চশমা ছিনিয়ে নেওয়া একটু বেশি বেশিই। ভারতে সে রকম কা-ই ঘটিয়েছে একটি বানর। তবে ঘটনাটি ভারতের ঠিক কোথায়, তা জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা বানরের ওই চশমা চুরি এবং তার থেকে চশমাটি উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে দেখা যায়, বানরটি ছোঁ মেরে এক ব্যক্তির কাছ থেকে তাঁর চশমা ছিনিয়ে নিয়ে গেছে। কম যান না ওই ব্যক্তিও। তিনি ঠিকই বানরকে লোভের ফাঁদে ফেলে চশমাটা আদায় করে নেন।
ভিডিওতে দেখা যায়, চশমা ছিনিয়ে নেওয়ার পর বানরটি একটি লোহার খাঁচার ওপর বসে আছে। যাঁর চশমা ছিনিয়ে নিয়েছে, তিনি দাঁড়িয়ে আছেন ওই খাঁচার নিচেই। নানাভাবে তিনি চেষ্টা করছেন চশমাটি ফেরত পেতে, কিন্তু বানরটি তা ফেরত দিতে নারাজ। এরপর বানরের নকল করার প্রবৃত্তিকেই কৌশল হিসেবে বেছে নেন ওই ব্যক্তি। তিনি একটি জুসের প্যাকেট বাড়িয়ে দেন বানরের দিকে। প্রাণীটি সেটি নেওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি প্রত্যাখ্যান করেন। এরপর বানরটি বুঝতে পারে, ওই ব্যক্তি জুসের বিনিময়ে চশমা চাচ্ছেন। সে এবার চশমা ফেরত দেওয়ার চেষ্টা করে। তবে সেটি লোহার খাঁচার ফাঁকে আটকে যায়। এরপর সেই চশমা নিচের দিকে ঠেলে বানরটি নিশ্চিত করে, যেন এর মালিক নাগাল পান।
রুপিন শর্মা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বুদ্ধিমান। এক হাতে দাও, আরেক হাতে নাও।’ ভিডিওটি ১৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। অনেকে এটি শেয়ার করেছেন, মন্তব্যও লিখেছেন।
টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, বারানসি, মথুরা আর বৃন্দাবনে অসংখ্য বানর আছে। সেখানে এই প্রাণীগুলোর সঙ্গে বিনিময়ের এটাই সবচেয়ে ভালো কৌশল। আরেক ব্যবহারকারী লিখেছেন, এ ঘটনা নিশ্চিতভাবেই উত্তর প্রদেশের বৃন্দাবনের। সেখানকার বানরেরা খাওয়ার জন্য কিছু না পেলে ছিনিয়ে নেওয়া জিনিস ফেরত দেয় না। তৃতীয় আরেক ব্যবহারকারী লিখেছেন, ঘটনাটি হিমাচল প্রদেশের শিমলার প্রাচীন জাখু মন্দিরের হতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

বানরের চশমা ছিনতাই

আপডেট সময় : ০৮:৫৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

প্রত্যাশা ডেস্ক : বানরের চুরির অভ্যাসের কথা সবারই জানা। যেসব এলাকায় বানর রয়েছে, সেখানে মানুষের হাত থেকে, এমনকি বাড়িতে ঢুকে খাবারদাবার, জিনিসপত্র চুরির ঘটনা প্রায়ই ঘটায় এই প্রাণীগুলো। এমনকি যে জিনিস বানরের কাজে লাগে না, সে জিনিসও ছিনিয়ে নিতে কসুর করে না। তাই বলে চোখ থেকে চশমা ছিনিয়ে নেওয়া একটু বেশি বেশিই। ভারতে সে রকম কা-ই ঘটিয়েছে একটি বানর। তবে ঘটনাটি ভারতের ঠিক কোথায়, তা জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা বানরের ওই চশমা চুরি এবং তার থেকে চশমাটি উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে দেখা যায়, বানরটি ছোঁ মেরে এক ব্যক্তির কাছ থেকে তাঁর চশমা ছিনিয়ে নিয়ে গেছে। কম যান না ওই ব্যক্তিও। তিনি ঠিকই বানরকে লোভের ফাঁদে ফেলে চশমাটা আদায় করে নেন।
ভিডিওতে দেখা যায়, চশমা ছিনিয়ে নেওয়ার পর বানরটি একটি লোহার খাঁচার ওপর বসে আছে। যাঁর চশমা ছিনিয়ে নিয়েছে, তিনি দাঁড়িয়ে আছেন ওই খাঁচার নিচেই। নানাভাবে তিনি চেষ্টা করছেন চশমাটি ফেরত পেতে, কিন্তু বানরটি তা ফেরত দিতে নারাজ। এরপর বানরের নকল করার প্রবৃত্তিকেই কৌশল হিসেবে বেছে নেন ওই ব্যক্তি। তিনি একটি জুসের প্যাকেট বাড়িয়ে দেন বানরের দিকে। প্রাণীটি সেটি নেওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি প্রত্যাখ্যান করেন। এরপর বানরটি বুঝতে পারে, ওই ব্যক্তি জুসের বিনিময়ে চশমা চাচ্ছেন। সে এবার চশমা ফেরত দেওয়ার চেষ্টা করে। তবে সেটি লোহার খাঁচার ফাঁকে আটকে যায়। এরপর সেই চশমা নিচের দিকে ঠেলে বানরটি নিশ্চিত করে, যেন এর মালিক নাগাল পান।
রুপিন শর্মা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বুদ্ধিমান। এক হাতে দাও, আরেক হাতে নাও।’ ভিডিওটি ১৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। অনেকে এটি শেয়ার করেছেন, মন্তব্যও লিখেছেন।
টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, বারানসি, মথুরা আর বৃন্দাবনে অসংখ্য বানর আছে। সেখানে এই প্রাণীগুলোর সঙ্গে বিনিময়ের এটাই সবচেয়ে ভালো কৌশল। আরেক ব্যবহারকারী লিখেছেন, এ ঘটনা নিশ্চিতভাবেই উত্তর প্রদেশের বৃন্দাবনের। সেখানকার বানরেরা খাওয়ার জন্য কিছু না পেলে ছিনিয়ে নেওয়া জিনিস ফেরত দেয় না। তৃতীয় আরেক ব্যবহারকারী লিখেছেন, ঘটনাটি হিমাচল প্রদেশের শিমলার প্রাচীন জাখু মন্দিরের হতে পারে।