ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না: ট্রাম্পের হুমকির জবাবে চীন

  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীন জানিয়েছে, বাণিজ্য বা শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হবে না। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বেইজিং মনে করে, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক সুবিধাজনক। বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি চীনা আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই শুল্ক আরোপ অব্যাহত থাকবে যতক্ষণ না চীন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক, বিশেষ করে ফেন্টানিল প্রবাহ বন্ধ করে। চীনা মুখপাত্র লিউ জানান, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া চুক্তির পর চীন মাদক পাচার রোধে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট মাদকবিরোধী আইন প্রয়োগ অভিযানের অগ্রগতি সম্পর্কে চীন যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। লিউ আরও বলেন, ফেন্টানিলের উপাদান যুক্তরাষ্ট্রে প্রবাহিত হওয়া চীন ইচ্ছাকৃতভাবে অনুমতি দিচ্ছে এই ধারণা বাস্তবতা ও প্রমাণের বিপরীত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর অনিয়মিত বাণিজ্য বন্ধে সম্প্রতি ধীরগতিতে হলেও অগ্রগতি হয়েছে। গত বছর শি ও বাইডেনের মধ্যে যৌথ প্রচেষ্টা পুনরায় শুরুর চুক্তির পর এই অগ্রগতি দেখা যায়। যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের অপব্যবহার মৃত্যুজনিত প্রধান কারণ হিসেবে পরিচিত। চীনকে কঠোর আইন প্রয়োগ, অবৈধ অর্থায়ন মোকাবিলা এবং রাসায়নিক নিয়ন্ত্রণ জোরদার করার আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। চলতি বছরের জুনে চীনের শীর্ষ প্রসিকিউটর মাদক পাচার রোধে আইন প্রয়োগকারীদের অগ্রাধিকার দিতে বলেছেন। একই সময়ে বেইজিং ও ওয়াশিংটন যৌথ মাদকবিরোধী তদন্তের ঘোষণা দেয়। গত আগস্টে যৌথ মাদকবিরোধী ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কয়েকদিন পর চীন ফেন্টানিল তৈরিতে অত্যাবশ্যকীয় তিনটি রাসায়নিক নিয়ন্ত্রণ কঠোর করার ঘোষণা দেয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না: ট্রাম্পের হুমকির জবাবে চীন

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর চীন জানিয়েছে, বাণিজ্য বা শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হবে না। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বেইজিং মনে করে, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক সুবিধাজনক। বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি চীনা আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই শুল্ক আরোপ অব্যাহত থাকবে যতক্ষণ না চীন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক, বিশেষ করে ফেন্টানিল প্রবাহ বন্ধ করে। চীনা মুখপাত্র লিউ জানান, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া চুক্তির পর চীন মাদক পাচার রোধে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট মাদকবিরোধী আইন প্রয়োগ অভিযানের অগ্রগতি সম্পর্কে চীন যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। লিউ আরও বলেন, ফেন্টানিলের উপাদান যুক্তরাষ্ট্রে প্রবাহিত হওয়া চীন ইচ্ছাকৃতভাবে অনুমতি দিচ্ছে এই ধারণা বাস্তবতা ও প্রমাণের বিপরীত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলোর অনিয়মিত বাণিজ্য বন্ধে সম্প্রতি ধীরগতিতে হলেও অগ্রগতি হয়েছে। গত বছর শি ও বাইডেনের মধ্যে যৌথ প্রচেষ্টা পুনরায় শুরুর চুক্তির পর এই অগ্রগতি দেখা যায়। যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের অপব্যবহার মৃত্যুজনিত প্রধান কারণ হিসেবে পরিচিত। চীনকে কঠোর আইন প্রয়োগ, অবৈধ অর্থায়ন মোকাবিলা এবং রাসায়নিক নিয়ন্ত্রণ জোরদার করার আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। চলতি বছরের জুনে চীনের শীর্ষ প্রসিকিউটর মাদক পাচার রোধে আইন প্রয়োগকারীদের অগ্রাধিকার দিতে বলেছেন। একই সময়ে বেইজিং ও ওয়াশিংটন যৌথ মাদকবিরোধী তদন্তের ঘোষণা দেয়। গত আগস্টে যৌথ মাদকবিরোধী ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কয়েকদিন পর চীন ফেন্টানিল তৈরিতে অত্যাবশ্যকীয় তিনটি রাসায়নিক নিয়ন্ত্রণ কঠোর করার ঘোষণা দেয়।