বাণিজ্য ডেস্ক : ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরএফএল জিতে নিয়েছে সেরা প্যাভিলিয়নের পুরস্কার। ৩১ জানুয়ারি পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আরএফএলকে দেওয়া হয় এ পুরস্কার। অনুষ্ঠানে আরএফএল-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরএফএল গ্রুপের রিটেইল চেইন বিভাগের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম আহসান। এবার বাণিজ্যমেলায় দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬৪০০ পণ্য প্রদর্শন করেছে আরএফএল। এছাড়া মেলা উপলক্ষে ছিল ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।