ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করছে বিবিজি

  • আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক : দেশের বাণিজ্যিক পরিবেশের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করছে ব্রিটিশ বিজনেস গ্রুপ (বিবিজি)। ‘ওভারকামিং লিস্ট ডেভেলপ কান্ট্রিজ (এলডিসি) গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ অব বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে সংগঠনটি এ কথা বলেছে। অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বা এলডিসিতে উত্তরণের পরবর্তী ধাপসমূহে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিবিজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানটি যুগ্মভাবে সঞ্চালনা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং বিবিজির চেয়ারম্যান ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ন্যাশনাল কমিটি অন গ্র্যাজুয়েশনের চেয়ারপারসন আহমদ কায়কাউস। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘বাণিজ্যিক পরিবেশের উন্নয়ন ঘটাতে বাংলাদেশ সরকারের সঙ্গে বিবিজির সুসম্পর্ককে আমি স্বাগত জানাই। ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও রপ্তানি ও বিনিয়োগে উৎসাহিত করতে উন্নত বাণিজ্যিক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এলডিসি গ্র্যাজুয়েশনকে বাংলাদেশ একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। সরকার ইতিমধ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার উপায় খুঁজে বের করেছে।’ এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান বলেন, দুই রাষ্ট্রের সম্পর্ক কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উন্নয়ন সহযোগিতা, অভিবাসন ও শিক্ষার পাশাপাশি বহু ক্ষেত্রজুড়ে বিস্তৃত। ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোই প্রথম বাংলাদেশের অপার সম্ভাবনাকে অনুধাবন করে ও ভবিষ্যৎ সুযোগের বিষয়ে বিশ্বাস করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করছে বিবিজি

আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

অর্থনৈতিক ডেস্ক : দেশের বাণিজ্যিক পরিবেশের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করছে ব্রিটিশ বিজনেস গ্রুপ (বিবিজি)। ‘ওভারকামিং লিস্ট ডেভেলপ কান্ট্রিজ (এলডিসি) গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ অব বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে সংগঠনটি এ কথা বলেছে। অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বা এলডিসিতে উত্তরণের পরবর্তী ধাপসমূহে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিবিজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানটি যুগ্মভাবে সঞ্চালনা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং বিবিজির চেয়ারম্যান ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ন্যাশনাল কমিটি অন গ্র্যাজুয়েশনের চেয়ারপারসন আহমদ কায়কাউস। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘বাণিজ্যিক পরিবেশের উন্নয়ন ঘটাতে বাংলাদেশ সরকারের সঙ্গে বিবিজির সুসম্পর্ককে আমি স্বাগত জানাই। ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও রপ্তানি ও বিনিয়োগে উৎসাহিত করতে উন্নত বাণিজ্যিক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এলডিসি গ্র্যাজুয়েশনকে বাংলাদেশ একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। সরকার ইতিমধ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার উপায় খুঁজে বের করেছে।’ এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান বলেন, দুই রাষ্ট্রের সম্পর্ক কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উন্নয়ন সহযোগিতা, অভিবাসন ও শিক্ষার পাশাপাশি বহু ক্ষেত্রজুড়ে বিস্তৃত। ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোই প্রথম বাংলাদেশের অপার সম্ভাবনাকে অনুধাবন করে ও ভবিষ্যৎ সুযোগের বিষয়ে বিশ্বাস করে।