ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

বাড্ডার সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পরে চলে গেলেন স্ত্রীও

  • আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ রেখাও মারা গেছেন। গতকাল সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। ডা. আইউব গণমাধ্যকর্মীদের বলেন, বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২৩ মার্চ সন্ধ্যা ৬টায় রেখার স্বামী সাহিদ হাসান হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। একই দিন ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ চারজন দগ্ধ হন। ওই দিন ভোর পৌনে ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয় তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এই চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ হয়ে মারা যাওয়া আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন তিনি। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। রাজিব জানান, পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। এরপর দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

বাড্ডার সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর পরে চলে গেলেন স্ত্রীও

আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ রেখাও মারা গেছেন। গতকাল সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। ডা. আইউব গণমাধ্যকর্মীদের বলেন, বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২৩ মার্চ সন্ধ্যা ৬টায় রেখার স্বামী সাহিদ হাসান হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। একই দিন ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ চারজন দগ্ধ হন। ওই দিন ভোর পৌনে ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয় তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এই চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ হয়ে মারা যাওয়া আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন তিনি। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। রাজিব জানান, পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। এরপর দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।