ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাড়ছে কাঁচামরিচের দাম

  • আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

দিনাজপুর সংবাদদাতা : ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলিতে দিন দিন কাঁচামরিচের দাম বাড়ছে। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। আমদানি কারকদের দাবি কাঁচামরিচ আমদানি শুরু হলে বাজারে দাম কমে আসবে। গতকাল শনিবার সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, তিনদিন আগে কাঁচামরিচের আড়তে দাম ছিল ১০০ টাকা। খুচরা বাজারে সেটি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল। সেই কাঁচামরিচ এখন পাইকারি বাজারে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আবার খুচরা বাজারে সেটি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আড়তদার আসলাম হোসেন বলেন, প্রতিদিন কাঁচামরিচসহ কাঁচাপণ্যের দাম ওঠানামা করে। বাজারে চাহিদা থাকলে দাম বাড়ে আবার চাহিদা কম থাকলে দাম কমে যায়। কয়েক দিনের তুলায় হিলি বাজারে চাহিদা বাড়ায় কেজিপ্রতি ২০-২৫ টাকা বেড়েছে। চারমাথা এলাকার ষাটোর্ধ মালেক বলেন, বাবারে তোমাক (তোমাকে) আর কি কমু। বাড়িতো বুড়িটাকে নিয়ে তিনজনের সংসার। তিনবেলা খাবার কিনতে মোক (আমার) হিমসিম খাবার নাগোছে। মরিচ ক্রেতা শিক্ষক আজিজ বলেন, ‘বাজারে কাঁচাপণ্যসহ সব পণ্যের দামবৃদ্ধি পেয়েছে। আমাদের কিছু করার নেই। তিনদিন আগে ৯৫ টাকা মরিচ কিনেছি। এখন ১৪০ টাকা।
আলতাব হোসেন নামের এক বিক্রেতা বলেন, আমাদের কিছু করার নাই। আমরা আড়তে যে দামে ক্রয় করি তার থেকে দুই/এক টাকা বেশি দামে বিক্রি করি। বিপ্লব হোসেন নামের এক ব্যবসায়ী জানান, এখন দেশের অনেক অঞ্চলে কাঁচামরিচের আবাদ নেই। অন্যবার জমিতে যেভাবে কৃষকেরা আবাদ করেছিল এবারে তার চেয়ে কম আবাদ হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় প্রায় ছয়মাস ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। এর কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

বাড়ছে কাঁচামরিচের দাম

আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

দিনাজপুর সংবাদদাতা : ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলিতে দিন দিন কাঁচামরিচের দাম বাড়ছে। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। আমদানি কারকদের দাবি কাঁচামরিচ আমদানি শুরু হলে বাজারে দাম কমে আসবে। গতকাল শনিবার সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, তিনদিন আগে কাঁচামরিচের আড়তে দাম ছিল ১০০ টাকা। খুচরা বাজারে সেটি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল। সেই কাঁচামরিচ এখন পাইকারি বাজারে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আবার খুচরা বাজারে সেটি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আড়তদার আসলাম হোসেন বলেন, প্রতিদিন কাঁচামরিচসহ কাঁচাপণ্যের দাম ওঠানামা করে। বাজারে চাহিদা থাকলে দাম বাড়ে আবার চাহিদা কম থাকলে দাম কমে যায়। কয়েক দিনের তুলায় হিলি বাজারে চাহিদা বাড়ায় কেজিপ্রতি ২০-২৫ টাকা বেড়েছে। চারমাথা এলাকার ষাটোর্ধ মালেক বলেন, বাবারে তোমাক (তোমাকে) আর কি কমু। বাড়িতো বুড়িটাকে নিয়ে তিনজনের সংসার। তিনবেলা খাবার কিনতে মোক (আমার) হিমসিম খাবার নাগোছে। মরিচ ক্রেতা শিক্ষক আজিজ বলেন, ‘বাজারে কাঁচাপণ্যসহ সব পণ্যের দামবৃদ্ধি পেয়েছে। আমাদের কিছু করার নেই। তিনদিন আগে ৯৫ টাকা মরিচ কিনেছি। এখন ১৪০ টাকা।
আলতাব হোসেন নামের এক বিক্রেতা বলেন, আমাদের কিছু করার নাই। আমরা আড়তে যে দামে ক্রয় করি তার থেকে দুই/এক টাকা বেশি দামে বিক্রি করি। বিপ্লব হোসেন নামের এক ব্যবসায়ী জানান, এখন দেশের অনেক অঞ্চলে কাঁচামরিচের আবাদ নেই। অন্যবার জমিতে যেভাবে কৃষকেরা আবাদ করেছিল এবারে তার চেয়ে কম আবাদ হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় প্রায় ছয়মাস ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। এর কারণে দাম বৃদ্ধি পেয়েছে।