ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বাজেটের ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে ২ লাখ ১৪ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ করা কোনও কঠিন কাজ নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো।’ গতকাল শুক্রবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।
২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম যুক্ত রয়েছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। টাকা আনলে তা আমরা ঠিক সময়ে পরিশোধ করি বলেও সুনাম রয়েছে। আর সর্বোপরি এটি ভবিষ্যতের বিষয়। ভবিষ্যৎই বলে দেবে কীভাবে এই ঘাটতি পূরণ হবে।’
আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে।’ কর ছাড়ের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা মনে করি, যদি আমরা রেভিনিউয়ের হার আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কালেকশন বাড়বে। আমরা যে কর কমালাম— আমরা বিশ্বাস করি, ‘উই উইল বি উইনার’। করের হার কমানো হয়েছে, আশা করি, আমাদের রাজস্ব সংগ্রহ বাড়বে।’
অর্থমন্ত্রী বলেন, ‘প্রত্যেক সময় মানুষের চাহিদার পরিবর্তন হয়। চাহিদা পূরণে ব্যবসায়ীদেরও পরিবর্তন আসে। তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্যও পরিবর্তন আসে। সুতরাং, এটা কখনও ফিক্সট রাখা যাবে না। আমাদের সিচুয়েশন কী ডিমান্ড করে, সারা বিশ্ব কী করছে, সেটি দেখতে হবে। উন্নত বিশ্ব যদি পিছিয়ে পড়ে, তাহলে আমরা কিন্তু এগুতে পারবো না। কারণ, উন্নত বিশ্বের মাধ্যমে কিন্তু আমরা সমৃদ্ধ। আজকে মার্কিন ইকোনমি এটাই আমাদের শেখায়, আমরা একে-অপরের সঙ্গে সম্পৃক্ত।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাজেটের ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো : পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে ২ লাখ ১৪ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ করা কোনও কঠিন কাজ নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো।’ গতকাল শুক্রবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।
২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম যুক্ত রয়েছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। টাকা আনলে তা আমরা ঠিক সময়ে পরিশোধ করি বলেও সুনাম রয়েছে। আর সর্বোপরি এটি ভবিষ্যতের বিষয়। ভবিষ্যৎই বলে দেবে কীভাবে এই ঘাটতি পূরণ হবে।’
আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে।’ কর ছাড়ের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা মনে করি, যদি আমরা রেভিনিউয়ের হার আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কালেকশন বাড়বে। আমরা যে কর কমালাম— আমরা বিশ্বাস করি, ‘উই উইল বি উইনার’। করের হার কমানো হয়েছে, আশা করি, আমাদের রাজস্ব সংগ্রহ বাড়বে।’
অর্থমন্ত্রী বলেন, ‘প্রত্যেক সময় মানুষের চাহিদার পরিবর্তন হয়। চাহিদা পূরণে ব্যবসায়ীদেরও পরিবর্তন আসে। তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্যও পরিবর্তন আসে। সুতরাং, এটা কখনও ফিক্সট রাখা যাবে না। আমাদের সিচুয়েশন কী ডিমান্ড করে, সারা বিশ্ব কী করছে, সেটি দেখতে হবে। উন্নত বিশ্ব যদি পিছিয়ে পড়ে, তাহলে আমরা কিন্তু এগুতে পারবো না। কারণ, উন্নত বিশ্বের মাধ্যমে কিন্তু আমরা সমৃদ্ধ। আজকে মার্কিন ইকোনমি এটাই আমাদের শেখায়, আমরা একে-অপরের সঙ্গে সম্পৃক্ত।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।