মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুর জেলায় র্যাব ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে শহরের পুরান বাজারের কাঁচাবাজার থেকে শুরু করে দিনব্যাপী চলে এ কার্যক্রম। পরে চালের আড়ত, মাছ বাজার ঘুরে দেখেন তারা। এ সময় বাড়তি দাম রাখা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এ সময় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত, সিনিয়র পুলিশ সুপার তুহিন রেজা, উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন, ডিএডি রেজাউল ইসলাম, সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।