ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

বাজারে নয়েজ আনছে নতুন দুটি স্মার্টওয়াচ

  • আপডেট সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় স্মার্টওয়াচ একটি অন্যতম সেরা পণ্য। শুধু সময় দেখার কাজেই নয়, বরং স্বাস্থ্যের খেয়াল রাখতেও সহায়তা করে ব্যবহারকারীর। এবার স্মার্টওয়াচ জগতে যুক্ত হলো নয়েজের নতুন স্মার্টওয়াচ। ব্র্যান্ডটি তাদের কালারফিট সিরিজের নতুন দুটি স্মার্টওয়াচ আনছে বাজারে।
নয়েজ ব্র্যান্ডের কালারফিট প্রো ৬ এবং প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচ দুটি তাদের উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের জন্য ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। নয়েজ কালারফিট প্রো ৬-তে থাকছে ১.৬৫ ইঞ্চি এএমওএলইডি ডিসপ্লে; যা উজ্জ্বল ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

২৪/৭ হার্ট রেট মনিটরিং, ঝঢ়ঙ২ মনিটরিং, সিøপ ট্র্যাকিং এবং স্ট্রেস মনিটরিং সুবিধা। একই সঙ্গে ১০০টিরও বেশি স্পোর্টস মোড; যা বিভিন্ন ধরনের ব্যায়াম ও কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম। সাধারণ ব্যবহারে ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ৫ এটিএম জল প্রতিরোধী; যা সাঁতার কাটার সময়ও ব্যবহার উপযোগী। মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট এবং স্মার্ট নোটিফিকেশন পাবেন এই ঘড়িতে।
নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্সে ১.৭৮ ইঞ্চি এএমওএলইডি অলওয়েজ-অন ডিসপ্লে; যা বড় এবং স্পষ্ট ভিজ্যুয়াল প্রদান করে। উন্নত হার্ট রেট মনিটরিং, ঝঢ়ঙ২ মনিটরিং, সিøপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং এবং মহিলা স্বাস্থ্য ট্র্যাকিং।

১৫০টিরও বেশি স্পোর্টস মোড; যা আরও বিস্তৃত কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্স। সাধারণ ব্যবহারে ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ৫ এটিএম জল প্রতিরোধী, যা সাঁতার এবং অন্যান্য জলভিত্তিক কার্যকলাপে ব্যবহার উপযোগী। বিল্ট-ইন জিপিএস, ব্লুটুথ কলিং, মিউজিক স্টোরেজ এবং প্লেব্যাক, এবং স্মার্ট নোটিফিকেশন।

নয়েজ কালারফিট প্রো ৬ ব্রেইড, চৌম্বক এবং সিলিকন স্ট্র্যাপ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর দাম ভারতীয় বাজারে ৫ হাজার ৯৯৯ রুপি। নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্সের দাম চামড়ার জন্য ৭ হাজার ৪৯৯ রুপি। এর সঙ্গে চৌম্বক ও সিলিকন স্ট্র্যাপ বিকল্পেও পাবেন। সূত্র: গ্যাজেট ৩৬০।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাজারে নয়েজ আনছে নতুন দুটি স্মার্টওয়াচ

আপডেট সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় স্মার্টওয়াচ একটি অন্যতম সেরা পণ্য। শুধু সময় দেখার কাজেই নয়, বরং স্বাস্থ্যের খেয়াল রাখতেও সহায়তা করে ব্যবহারকারীর। এবার স্মার্টওয়াচ জগতে যুক্ত হলো নয়েজের নতুন স্মার্টওয়াচ। ব্র্যান্ডটি তাদের কালারফিট সিরিজের নতুন দুটি স্মার্টওয়াচ আনছে বাজারে।
নয়েজ ব্র্যান্ডের কালারফিট প্রো ৬ এবং প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচ দুটি তাদের উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের জন্য ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। নয়েজ কালারফিট প্রো ৬-তে থাকছে ১.৬৫ ইঞ্চি এএমওএলইডি ডিসপ্লে; যা উজ্জ্বল ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

২৪/৭ হার্ট রেট মনিটরিং, ঝঢ়ঙ২ মনিটরিং, সিøপ ট্র্যাকিং এবং স্ট্রেস মনিটরিং সুবিধা। একই সঙ্গে ১০০টিরও বেশি স্পোর্টস মোড; যা বিভিন্ন ধরনের ব্যায়াম ও কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম। সাধারণ ব্যবহারে ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ৫ এটিএম জল প্রতিরোধী; যা সাঁতার কাটার সময়ও ব্যবহার উপযোগী। মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট এবং স্মার্ট নোটিফিকেশন পাবেন এই ঘড়িতে।
নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্সে ১.৭৮ ইঞ্চি এএমওএলইডি অলওয়েজ-অন ডিসপ্লে; যা বড় এবং স্পষ্ট ভিজ্যুয়াল প্রদান করে। উন্নত হার্ট রেট মনিটরিং, ঝঢ়ঙ২ মনিটরিং, সিøপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং এবং মহিলা স্বাস্থ্য ট্র্যাকিং।

১৫০টিরও বেশি স্পোর্টস মোড; যা আরও বিস্তৃত কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্স। সাধারণ ব্যবহারে ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। ৫ এটিএম জল প্রতিরোধী, যা সাঁতার এবং অন্যান্য জলভিত্তিক কার্যকলাপে ব্যবহার উপযোগী। বিল্ট-ইন জিপিএস, ব্লুটুথ কলিং, মিউজিক স্টোরেজ এবং প্লেব্যাক, এবং স্মার্ট নোটিফিকেশন।

নয়েজ কালারফিট প্রো ৬ ব্রেইড, চৌম্বক এবং সিলিকন স্ট্র্যাপ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর দাম ভারতীয় বাজারে ৫ হাজার ৯৯৯ রুপি। নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্সের দাম চামড়ার জন্য ৭ হাজার ৪৯৯ রুপি। এর সঙ্গে চৌম্বক ও সিলিকন স্ট্র্যাপ বিকল্পেও পাবেন। সূত্র: গ্যাজেট ৩৬০।