ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাজারে নতুন নোট আসছে আগামী সপ্তাহে

  • আপডেট সময় : ০৮:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার নোট। জুনের প্রথম সপ্তাহে রোববার অথবা সোমবার থেকে নতুন নোট ব্যাংকে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ১ অথবা ২ জুন নতুন নোট পাওয়া যাবে। এ সময় ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট দেওয়া হবে। তার আগে ২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।

১ হাজার, ৫০ টাকার এবং ২০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি থাকছে বলে জানিয়েছিলেন তিনি। গভর্নর বলেছিলেন, তিনটে নোট আসছে বাজারে খুব শিগগিরই। এটা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু আমাদের ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে।

এর আগে বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংকের তরফে জানিয়েছিল ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। আগের নকশার সেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরই থাকবে।

আর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট বাজারে আসবে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে। তবে নির্ধারিত দিনে নতুন টাকার নোট ছাড়ার কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া নোট ঈদের আগে ছাড়া হবে না। কোরবানি ঈদের আগে নতুন নকশার টাকা ছাড়া হবে। তবে সে সময় কেন নতুন টাকার নোট ছাড়া হয়নি সে ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংক দেয়নি।

সে সময় মুখপাত্র খোলাসা করে না বললেও গুঞ্জন রয়েছে, শেখ মুজিবের ছবিওয়ালা নোট নিয়ে আপত্তি থাকায় এবার ঈদে আর আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাজারে নতুন নোট আসছে আগামী সপ্তাহে

আপডেট সময় : ০৮:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার নোট। জুনের প্রথম সপ্তাহে রোববার অথবা সোমবার থেকে নতুন নোট ব্যাংকে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ১ অথবা ২ জুন নতুন নোট পাওয়া যাবে। এ সময় ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট দেওয়া হবে। তার আগে ২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।

১ হাজার, ৫০ টাকার এবং ২০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি থাকছে বলে জানিয়েছিলেন তিনি। গভর্নর বলেছিলেন, তিনটে নোট আসছে বাজারে খুব শিগগিরই। এটা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু আমাদের ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে।

এর আগে বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংকের তরফে জানিয়েছিল ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। আগের নকশার সেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরই থাকবে।

আর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট বাজারে আসবে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে। তবে নির্ধারিত দিনে নতুন টাকার নোট ছাড়ার কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া নোট ঈদের আগে ছাড়া হবে না। কোরবানি ঈদের আগে নতুন নকশার টাকা ছাড়া হবে। তবে সে সময় কেন নতুন টাকার নোট ছাড়া হয়নি সে ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংক দেয়নি।

সে সময় মুখপাত্র খোলাসা করে না বললেও গুঞ্জন রয়েছে, শেখ মুজিবের ছবিওয়ালা নোট নিয়ে আপত্তি থাকায় এবার ঈদে আর আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।