বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: উদ্ভাবনী ও আকর্ষণীয় সব ফিচার নিয়ে বাজারে এলো ইলেকট্রিক স্কুটার ‘রাইডো’। বাংলাদেশে স্মার্ট, টেকসই ও ইকো ফ্রেন্ডলি আরবান কমিউটিংয়ের ভবিষ্যৎ তৈরি হচ্ছে; যেখানে এ স্কুটিটিও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন’-এ অংশ নিয়ে পরিবেশবান্ধব এ যানটি ব্যাপক সাড়া জাগিয়েছে। তিন দিনব্যাপী এ এক্সিবিশনে দর্শকের উপস্থিতি ও রাইডোর প্রতি আগ্রহ ছিল অসাধারণ।
ইভেন্টজুড়ে রাইডোর বুথ ছিল অন্যতম আকর্ষণ। দর্শনার্থী বিশেষভাবে প্রশংসা করেছেন স্কুটিটির উদ্ভাবনী ফিচার, মডার্ন প্রিমিয়াম ডিজাইন ও আকর্ষণীয় মূল্যের সমন্বয়। এ ছাড়া ব্যবহারকারীর সুবিধা, প্রযুক্তিগত উন্নয়ন ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স সম্পর্কে অনেকেই ইতিবাচক মত দিয়েছেন তারা।
রাইডো চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে স্মার্ট, টেকসই ও ইকো ফ্রেন্ডলি আরবান কমিউটিংয়ের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এই এক্সিবিশনে যে উৎসাহ ও ভালোবাসা আমরা পেয়েছি, তা আমাদের আরো অনুপ্রাণিত করেছে। আমরা দর্শনার্থীদের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করে আরো উন্নত প্রযুক্তি আনার অঙ্গীকার করছি।’
রাইডোর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, রাইডো শুধু একটি স্কুটার নয়, এটি একটি লাইফস্টাইল। আধুনিক ডিজাইন, ব্যবহারবান্ধব ফিচার ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিই রাইডোকে সবার মধ্যে প্রথম পছন্দ করছে।’ তিনি বলেন, ‘রাইডো ইলেকট্রিক স্কুটি বিশ্বাস করে বাংলাদেশে ইভি (ইলেকট্রিক ভেহিক্যাল) বাজার দ্রুত বিকশিত হচ্ছে। আর এই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত রাইডো।’
সবার ভালোবাসা ও আস্থায় রাইডোকে দেশের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চায় রাইডোর বাজারজাতকারী প্রতিষ্ঠান।
আজকের প্রত্যাশা/কেএমএএ





















