প্রযুক্তি ডেস্ক : অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়েলমি তাদের জনপ্রিয় জিটি সিরিজের স্মার্টফোন ‘জিটি মাস্টার এডিশন’ দেশের বাজারে নিয়ে এসেছে। অনুষ্ঠানে সি সিরিজের নতুন দুটি স্মার্টফোন এবং চারটি এআইওটি পণ্যও উন্মোচন করা হয়।
জিটি মাস্টার এডিশনে রয়েছে বিশ্বের সর্বপ্রথম থ্রিডি লেদার ব্যাক। সুপার প্রিমিয়াম এই স্মার্টফোনে রয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি, যা বাংলাদেশে প্রথম। এছাড়া এই ফোনে রয়েছে বিশ্বের সর্বপ্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা যা দিয়ে চমৎকার প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করা যাকে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ এ স্মার্টফোনটি ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু- এ দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম ৩৩,৯৯০ টাকা।