ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
‘বাঘা যতীন’ এর শো বাড়াবেন দেব

‘বাঘা যতীন’ এর শো বাড়াবেন দেব

  • আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পূজায় মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘বাঘা যতীন’। সিনেমাটি মন কেড়েছে দর্শকদের। আর তাই দর্শকদের প্রতিক্রিয়া দেখে হল বাড়ানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা। শনিবার সকাল থেকে একের পর এক রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন দেব। সিনেমা ঘিরে এতটা উৎসাহ কি সত্যিই আশা করেছিলেন তিনি? আনন্দবাজার অনলাইনকে নায়ক জানান, “সত্যি বলছি আমি আশা করেছিলাম। কারণ স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে সিনেমা বাংলায় খুব কম তৈরি হয়েছে। মন দিয়ে কাজ করলে জানতাম সাফল্য আসবেই।’’ একই সঙ্গে দেব জানালেন, এই সিনেমার সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন। পরিচালক অরুণ রায়ের গবেষণা সিনেমার মেরুদ-। ‘‘এটুকু জানতাম, দর্শক একবার যদি হলে আসেন তা হলে পুরো সিনেমাটা না দেখে বেরোতে পারবেন না। আর সেটাই হয়েছে। ৪০-৪৫টা সিনেমা করেছি। কিন্তু আজকে নিঃসন্দেহে বলতে পারি এটাই আমার সেরা সিনেমা।’’
সম্প্রতি সিনেমার প্রিমিয়ারে সপরিবারে হাজির হয়েছিলেন দেব। সেদিন অভিনেতার মা সিনেমাটি খুব পছন্দ করেছেন। দেবের কথায়, ‘‘মা সিনেমাটি দেখে বললেন, ‘এত দিন তুই যা সিনেমা করেছিস, তার মধ্যেই এটাই আমার সবথেকে ভাল লেগেছে। বর্তমান প্রজন্মের পক্ষ থেকে এভাবেই আমাদের পূর্বসূরিদের শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত’।’’ কেউ কেউ সিনেমাটিকে ‘স্বাধীনতা সংগ্রামের দলিল’ হিসাবে উল্লেখ করেছেন বলে দেবের দাবি। এমনকি দর্শকদের বন্দেমাতরম বলতে বলতে হল থেকে বের হতে দেখা গেছে। রাজ্যে ৩৬২টা শো দিয়ে ‘বাঘা যতীন’ এর যাত্রা শুরু হয়। ‘বাঘা যতীন’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের কারণে শুক্রবার থেকে হলে শোয়ের সংখ্যাও বাড়াতে চলেছেন দেব। দেব বললেন, ‘‘প্রতি দিনই এখন থেকে চেষ্টা করব যাতে শো বাড়াতে পারি। এক সময় জোর করে আমার সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি কারও ক্ষতি না করে সাধ্যমতো যাতে শো বাড়াতে পারি সেই চেষ্টাই করব।’’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘বাঘা যতীন’ এর শো বাড়াবেন দেব

‘বাঘা যতীন’ এর শো বাড়াবেন দেব

আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: পূজায় মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘বাঘা যতীন’। সিনেমাটি মন কেড়েছে দর্শকদের। আর তাই দর্শকদের প্রতিক্রিয়া দেখে হল বাড়ানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা। শনিবার সকাল থেকে একের পর এক রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন দেব। সিনেমা ঘিরে এতটা উৎসাহ কি সত্যিই আশা করেছিলেন তিনি? আনন্দবাজার অনলাইনকে নায়ক জানান, “সত্যি বলছি আমি আশা করেছিলাম। কারণ স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে সিনেমা বাংলায় খুব কম তৈরি হয়েছে। মন দিয়ে কাজ করলে জানতাম সাফল্য আসবেই।’’ একই সঙ্গে দেব জানালেন, এই সিনেমার সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন। পরিচালক অরুণ রায়ের গবেষণা সিনেমার মেরুদ-। ‘‘এটুকু জানতাম, দর্শক একবার যদি হলে আসেন তা হলে পুরো সিনেমাটা না দেখে বেরোতে পারবেন না। আর সেটাই হয়েছে। ৪০-৪৫টা সিনেমা করেছি। কিন্তু আজকে নিঃসন্দেহে বলতে পারি এটাই আমার সেরা সিনেমা।’’
সম্প্রতি সিনেমার প্রিমিয়ারে সপরিবারে হাজির হয়েছিলেন দেব। সেদিন অভিনেতার মা সিনেমাটি খুব পছন্দ করেছেন। দেবের কথায়, ‘‘মা সিনেমাটি দেখে বললেন, ‘এত দিন তুই যা সিনেমা করেছিস, তার মধ্যেই এটাই আমার সবথেকে ভাল লেগেছে। বর্তমান প্রজন্মের পক্ষ থেকে এভাবেই আমাদের পূর্বসূরিদের শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত’।’’ কেউ কেউ সিনেমাটিকে ‘স্বাধীনতা সংগ্রামের দলিল’ হিসাবে উল্লেখ করেছেন বলে দেবের দাবি। এমনকি দর্শকদের বন্দেমাতরম বলতে বলতে হল থেকে বের হতে দেখা গেছে। রাজ্যে ৩৬২টা শো দিয়ে ‘বাঘা যতীন’ এর যাত্রা শুরু হয়। ‘বাঘা যতীন’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের কারণে শুক্রবার থেকে হলে শোয়ের সংখ্যাও বাড়াতে চলেছেন দেব। দেব বললেন, ‘‘প্রতি দিনই এখন থেকে চেষ্টা করব যাতে শো বাড়াতে পারি। এক সময় জোর করে আমার সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি কারও ক্ষতি না করে সাধ্যমতো যাতে শো বাড়াতে পারি সেই চেষ্টাই করব।’’