ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) এর আয়োজন করে।
গত শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অফিসে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
‘প্রাণিসম্পদ খাতে কোভিড-১৯ এর প্রভাব ও প্রতিকার’ প্রতিপাদ্যে শুরু হওয়া সম্মেলনে দশটি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হবে। এতে মোট ৮০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। রোববার বিকেল ৬টায় সম্মেলনের সমাপনী হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কেগোসিমা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের যুগ্ম ডিন নাওকি মিউরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রাণী স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক সময়ে টিকাদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান। সঞ্চালনা করেন বিএসভিইআর এর সেক্রেটারি, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।
বাকৃবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মনজুর মোহাম্মদ শাহজাদা, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, রেনেটা গ্রুপের প্রাণীস্বাস্থ্য বিভাগের পরিচালক মো. সিরাজুল হক।
এছাড়া সম্মেলনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন- বিএসভিইআরের ২৮তম সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল, সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছুর রহমান ভূঁইয়া, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আফরিনা মুস্তারিসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বাকৃবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ