ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাকপ্রতিবন্ধীর গল্পে ‘মৌনতার মন ভাঙে না’

  • আপডেট সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সুযোগ ও সুশিক্ষা পেলে প্রতিবন্ধীরাও যে স্বনির্ভর হতে পারে, সেই বার্তা নিয়ে তৈরি হয়েছে নাটক ‘মৌনতার মন ভাঙে না’। শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে নাটকটি প্রচার হবে। রাজীব মণি দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকের গল্পে দেখা যাবে- মৌনতা নামের রূপবতী মেয়েটি সবার কথা শুনতে ও বুঝতে পারলেও বলতে পারে না। সে নিজের ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে শিক্ষিত হয়ে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে পড়ায়। স্কুলে আসা-যাওয়ার পথে কায়েস মৌনতাকে দেখে ভালোবেসে ফেলে। কায়েস একদিন মৌনতার সঙ্গে সাক্ষাৎ করে। সেদিন মৌনতা কোনো কথা বলে না। কায়েস ভাবে সে দুষ্টুমি করছে। পরমুহূর্তেই কায়েসের ভুল ভাঙে। কিন্তু কায়েস তার ভালোবাসার মূল্য দিতে চায়।
অন্যদিকে মৌনতার বাবা-মা তার বিয়ের জন্য অনেক পাত্রই দেখে, কিন্তু বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ বিয়ে করতে চায়না। এদিকে কায়েসের পরিবারও মৌনতার কথা শুনে তাকে বউ করে নিয়ে আসতে রাজি হয় না। কায়েস বড় চাকরি করা সত্ত্বেও একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে! এ কথা শুনে তার বন্ধুরা বিদ্রুপ করে কিন্তু কায়েস নাছোড়বান্দা। সে যেকোনো উপায়েই তার ভালোবাসার মূল্য দিতে চায়। একদিন মৌনতার কাজের স্বীকৃতিস্বরূপ বিদেশি সংস্থা থেকে পাওয়া একটি অ্যাওয়ার্ড নিয়ে সব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তখন তাকে নিয়ে সবাই গর্ববোধ করে। কায়েসও তার হাতটি শক্ত করে ধরে। নাটকে অভিনয় করেছেন আব্দুল বারী, শায়লা আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, সুজাত শিমুল, আসমা শিউলি, ফরহাদ হায়দার ও নিথর মাহবুব।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাকপ্রতিবন্ধীর গল্পে ‘মৌনতার মন ভাঙে না’

আপডেট সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: সুযোগ ও সুশিক্ষা পেলে প্রতিবন্ধীরাও যে স্বনির্ভর হতে পারে, সেই বার্তা নিয়ে তৈরি হয়েছে নাটক ‘মৌনতার মন ভাঙে না’। শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে নাটকটি প্রচার হবে। রাজীব মণি দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকের গল্পে দেখা যাবে- মৌনতা নামের রূপবতী মেয়েটি সবার কথা শুনতে ও বুঝতে পারলেও বলতে পারে না। সে নিজের ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে শিক্ষিত হয়ে একটি বাকপ্রতিবন্ধী স্কুলে পড়ায়। স্কুলে আসা-যাওয়ার পথে কায়েস মৌনতাকে দেখে ভালোবেসে ফেলে। কায়েস একদিন মৌনতার সঙ্গে সাক্ষাৎ করে। সেদিন মৌনতা কোনো কথা বলে না। কায়েস ভাবে সে দুষ্টুমি করছে। পরমুহূর্তেই কায়েসের ভুল ভাঙে। কিন্তু কায়েস তার ভালোবাসার মূল্য দিতে চায়।
অন্যদিকে মৌনতার বাবা-মা তার বিয়ের জন্য অনেক পাত্রই দেখে, কিন্তু বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ বিয়ে করতে চায়না। এদিকে কায়েসের পরিবারও মৌনতার কথা শুনে তাকে বউ করে নিয়ে আসতে রাজি হয় না। কায়েস বড় চাকরি করা সত্ত্বেও একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে! এ কথা শুনে তার বন্ধুরা বিদ্রুপ করে কিন্তু কায়েস নাছোড়বান্দা। সে যেকোনো উপায়েই তার ভালোবাসার মূল্য দিতে চায়। একদিন মৌনতার কাজের স্বীকৃতিস্বরূপ বিদেশি সংস্থা থেকে পাওয়া একটি অ্যাওয়ার্ড নিয়ে সব পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তখন তাকে নিয়ে সবাই গর্ববোধ করে। কায়েসও তার হাতটি শক্ত করে ধরে। নাটকে অভিনয় করেছেন আব্দুল বারী, শায়লা আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, নিশাত তাসনিম তমা, সুজাত শিমুল, আসমা শিউলি, ফরহাদ হায়দার ও নিথর মাহবুব।