ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বাউবির এসএসসি পরীক্ষা আজ শুরু

  • আপডেট সময় : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি-২৫ প্রোগামের পরীক্ষা আজ শুক্রবার (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ৯ মে (শুক্রবার) এ পরীক্ষা শেষ হবে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন ছেলে এবং ১১ হাজার ৯০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। বাউবির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাউবির এসএসসি পরীক্ষা আজ শুরু

আপডেট সময় : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি-২৫ প্রোগামের পরীক্ষা আজ শুক্রবার (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ৯ মে (শুক্রবার) এ পরীক্ষা শেষ হবে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন ছেলে এবং ১১ হাজার ৯০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। বাউবির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।