প্রত্যাশা ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প তাঁর উত্তরসূরি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপির।
গত শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে বাইডেনকে পাল্টা আক্রমণ করে এ কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে বাইডেন তাঁর পূর্বসূরি ট্রাম্পকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, ট্রাম্প ও তাঁর উগ্র সমর্থকেরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। ফিলাডেলফিয়ায় বাইডেন বলেছিলেন, ট্রাম্প ও তাঁর মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে। গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছিল এফবিআই।পেনসিলভানিয়ার সমাবেশে সেই অভিযানের নিন্দা জানান ট্রাম্প। ৮ আগস্টের ওই অভিযানের পর এই প্রথম ট্রাম্প জনসমক্ষে এলেন। ট্রাম্প বলেন, তাঁর বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। ট্রাম্প সতর্ক করে বলেন, এ ঘটনা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা কেউ কখনো দেখেনি। ট্রাম্প তাঁর বাড়িতে তল্লাশি চালানোর ঘটনাকে আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের দ্বারা ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহার হিসেবে অভিহিত করেন। ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ফিলাডেলফিয়ায় সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু। ট্রাম্প বলেন, মাগা আন্দোলনের মধ্য দিয়ে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন না। তাঁরা বরং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছেন। গণতন্ত্রের জন্য বিপদ আসে উগ্র বাম থেকে, ডান থেকে নয়।
বাইডেন ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প

Former U.S. President Donald Trump speaks during a rally in Wilkes-Barre, Pennsylvania, U.S., September 3, 2022. REUTERS/Andrew Kelly
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ