ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

বাইডেন যাওয়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

  • আপডেট সময় : ০১:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার ভোরে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, পিয়ংইয়ং থেকে এক ঘণ্টারও কম দূরত্বের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র মহাকাশে ছোড়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল ছেড়ে যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়াকে ঠেকানোর প্রতিশ্রুতি জোরালো করতে দেখা গেছে। এই বছরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান নিশ্চিত করেছে বুধবার অন্তত দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে। তবে তারা স্বীকার করেছে আরও হয়ে থাকতে পারে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতা নিয়ে প্রায় তিনশ’ কিলোমিটার পাড়ি দিয়েছে। আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৭৫০ কিলোমিটার পাড়ি দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়ে নবুও কিশি বলেছেন ‘অগ্রহণযোগ্য’ এই পদক্ষেপের কারণে ‘জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।’দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উৎক্ষেপণকে ‘ভয়াবহ উস্কানি’ আখ্যা দিয়েছে কাউন্সিল।দক্ষিণ কোরিয়া ও জাপানে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন আরও অস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুত হয়ে আছে পিয়ংইয়ং। বাইডেনের সফরের মধ্যেই পরীক্ষা চালানো হতে পারে বলে সতর্ক করেন তারা। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাইডেন যাওয়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আপডেট সময় : ০১:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার ভোরে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, পিয়ংইয়ং থেকে এক ঘণ্টারও কম দূরত্বের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র মহাকাশে ছোড়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল ছেড়ে যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়াকে ঠেকানোর প্রতিশ্রুতি জোরালো করতে দেখা গেছে। এই বছরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান নিশ্চিত করেছে বুধবার অন্তত দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে। তবে তারা স্বীকার করেছে আরও হয়ে থাকতে পারে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতা নিয়ে প্রায় তিনশ’ কিলোমিটার পাড়ি দিয়েছে। আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৭৫০ কিলোমিটার পাড়ি দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়ে নবুও কিশি বলেছেন ‘অগ্রহণযোগ্য’ এই পদক্ষেপের কারণে ‘জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।’দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উৎক্ষেপণকে ‘ভয়াবহ উস্কানি’ আখ্যা দিয়েছে কাউন্সিল।দক্ষিণ কোরিয়া ও জাপানে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন আরও অস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুত হয়ে আছে পিয়ংইয়ং। বাইডেনের সফরের মধ্যেই পরীক্ষা চালানো হতে পারে বলে সতর্ক করেন তারা। সূত্র: বিবিসি