ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন তিনি। আগেই এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে প্রথম ভাষণে তিনি বলেছিলেন, দ্রুতেই তিনি বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন। বিবিসি বলছে, শপথ নেওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান। ক্ষমতা ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।
৪ জনের চাকরি খেয়ে হাজারের বেশি কর্মকর্তাকে হুমকি
হোয়াইট হাউসে ফিরেই চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের নিয়োগ দিয়েছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অভিষেকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া প্রথম পোস্টে নিজেই চার কর্মকর্তাকে বরখাস্ত করার কথা জানান। একইসঙ্গে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগের প্রশাসনের নিয়োগ করা হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও সরানোর প্রক্রিয়া চলমান। তারা আমেরিকাকে মহান করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নন। বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন, প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাদের তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে। পোস্টে ট্রাম্প জানান, তার এই ঘোষণা উপরোক্ত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। শিগগিরই আরও অনেকের জন্য এটি কার্যকর হবে। ট্রাম্প যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী বেসামরিক প্রশাসনের কলেবর ছোট করা এবং দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেন, সেক্ষেত্রে অনেক মার্কিন সরকারি প্রতিষ্ঠানে আগামী দিনগুলোতে অস্থিরতা দেখা যেতে পারে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন তিনি। আগেই এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে প্রথম ভাষণে তিনি বলেছিলেন, দ্রুতেই তিনি বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন। বিবিসি বলছে, শপথ নেওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান। ক্ষমতা ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প।
৪ জনের চাকরি খেয়ে হাজারের বেশি কর্মকর্তাকে হুমকি
হোয়াইট হাউসে ফিরেই চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের নিয়োগ দিয়েছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অভিষেকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া প্রথম পোস্টে নিজেই চার কর্মকর্তাকে বরখাস্ত করার কথা জানান। একইসঙ্গে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগের প্রশাসনের নিয়োগ করা হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও সরানোর প্রক্রিয়া চলমান। তারা আমেরিকাকে মহান করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নন। বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন, প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাদের তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে। পোস্টে ট্রাম্প জানান, তার এই ঘোষণা উপরোক্ত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। শিগগিরই আরও অনেকের জন্য এটি কার্যকর হবে। ট্রাম্প যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী বেসামরিক প্রশাসনের কলেবর ছোট করা এবং দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেন, সেক্ষেত্রে অনেক মার্কিন সরকারি প্রতিষ্ঠানে আগামী দিনগুলোতে অস্থিরতা দেখা যেতে পারে।