আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই সৌদি ও ইসরায়েল সফর করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু চলতি মাসের পরিকল্পিত সফর জুলাই পর্যন্ত স্থগিত করেছে হোয়াইট হাউস। গত শুক্রবার একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে এনবিসি নিউজ।
সূত্রটি আরো জানিয়েছে, আগামী মাসে মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সফরের পরিকল্পনা করছে হোয়াইট হাউস।
প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, জিসিসি+৩ শীর্ষ সম্মেলনের জন্য ইসরায়েল এবং সৌদি আরব সফর নিয়ে কাজ করছেন তারা। সম্মেলনের তারিখ নিশ্চিত করা এখন তাদের উদ্দেশ্য।
তবে সফর বিলম্বের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিদেশী কূটনীতিক এবং দুই কর্মকর্তা জানিয়েছেন তারা কেবল শুক্রবারেই সফর স্থগিত করার পরিকল্পনার ব্যাপারে জানতে পেরেছেন। সফরের তারিখ আবারো পরিবর্তন হতে পারে।
সফরের সময়সূচি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস। সৌদি আরব সফর সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি সফরে যাচ্ছি কিনা তা নিশ্চিত নয়। কীভাবে মধ্যপ্রাচ্যে আরও স্থিতিশীলতা ও শান্তি আনতে পারি তা নিয়ে কাজ করার চেষ্টায় নিযুক্ত রয়েছি।
তিনি আরো বলেন, ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের সঙ্গে দেখা করতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সৌদি আরবও অন্তর্ভূক্ত হবে বলে আশা করছি। কিন্তু এই মুহূর্তে আমার সরাসরি কোনো পরিকল্পনা নেই।
এ সফরে ইসরাইল ছাড়াও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন বাইডেন। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মূল সদস্য দেশ- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের বাইরেও ইরাক, জর্দান ও মিসর ওই বৈঠকে অংশগ্রহণ করবে।
বাইডেনের সৌদি আরব ও ইসরায়েল সফর স্থগিত করেছে হোয়াইট হাউস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























