ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বাইডেনের সফরের আগে ভেঙে পড়লো সেতু

  • আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রেসিডেন্ট বাইডেনের সফরের কয়েকঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ার পিটসবার্গে তুষারে ঢাকা একটি সেতু ভেঙে পড়েছে। গত শুক্রবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এতে দশজন আহত হয়েছেন। অবকাঠামো নিয়ে আলোচনা করার জন্য পিটসবার্গে যাওয়ার জন্য সময়সূচি ঠিক করা ছিল বাইডেনের। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পিটসবার্গের মেয়র এড গেইনি ফোর্বস ও ব্র্যাডক এভিনিউ এলাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তিনি ফায়ার চিফ ড্যারিল জোনসের উদ্বৃতি দিয়ে বলেন, আহতরা সামান্য ব্যথা পেয়েছেন। তাছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সবাই শঙ্কা মুক্ত বলেও নিশ্চিত করেছেন তিনি। তিনি আরও বলেন, সেতুটি ভেঙে পড়ার সময় এটির ওপর চারটি যানবাহন ছিল। ঘটনার পরই উদ্ধার কার্যক্রম শুরু করেন স্থানীয় কর্তৃপক্ষ। ভেঙে পড়ার কারণ জানাতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তবে প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গে যাওয়ার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় বাইডেন বলেন, আমি অনেক আগে থেকেই পিটসবার্গে আসা-যাওয়া করি। তবে আমি বোঝতে পারেনি যে পিটসবার্গে আক্ষরিক অর্থেই এতো সেতু রয়েছে। এ সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশজুড়ে ৪৩ হাজার সেতুর অবস্থা খারাপ। এগুলোর সংস্কারে অর্থ পাঠানে হচ্ছে। পিটসবার্গ সিটি কাউন্সিলের সদস্য কোরি ওকনর বলেন, এটি খুব সকালে ধসে পড়েছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। বেলা বাড়ার পর হলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো। দিনে ১৫ হাজার গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

বাইডেনের সফরের আগে ভেঙে পড়লো সেতু

আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : প্রেসিডেন্ট বাইডেনের সফরের কয়েকঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ার পিটসবার্গে তুষারে ঢাকা একটি সেতু ভেঙে পড়েছে। গত শুক্রবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এতে দশজন আহত হয়েছেন। অবকাঠামো নিয়ে আলোচনা করার জন্য পিটসবার্গে যাওয়ার জন্য সময়সূচি ঠিক করা ছিল বাইডেনের। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পিটসবার্গের মেয়র এড গেইনি ফোর্বস ও ব্র্যাডক এভিনিউ এলাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তিনি ফায়ার চিফ ড্যারিল জোনসের উদ্বৃতি দিয়ে বলেন, আহতরা সামান্য ব্যথা পেয়েছেন। তাছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সবাই শঙ্কা মুক্ত বলেও নিশ্চিত করেছেন তিনি। তিনি আরও বলেন, সেতুটি ভেঙে পড়ার সময় এটির ওপর চারটি যানবাহন ছিল। ঘটনার পরই উদ্ধার কার্যক্রম শুরু করেন স্থানীয় কর্তৃপক্ষ। ভেঙে পড়ার কারণ জানাতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তবে প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গে যাওয়ার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় বাইডেন বলেন, আমি অনেক আগে থেকেই পিটসবার্গে আসা-যাওয়া করি। তবে আমি বোঝতে পারেনি যে পিটসবার্গে আক্ষরিক অর্থেই এতো সেতু রয়েছে। এ সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশজুড়ে ৪৩ হাজার সেতুর অবস্থা খারাপ। এগুলোর সংস্কারে অর্থ পাঠানে হচ্ছে। পিটসবার্গ সিটি কাউন্সিলের সদস্য কোরি ওকনর বলেন, এটি খুব সকালে ধসে পড়েছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম। বেলা বাড়ার পর হলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো। দিনে ১৫ হাজার গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করে।