প্রত্যাশা ডেস্ক : ইউক্রেনে রুশ হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের গৃহীত পদক্ষেপকে নিরব ভূমিকা বলে মনে করেন তিনি। এছাড়া, প্রেসিডেন্ট জো বাইডেনের গৃহীত কর্মকা- যুক্তরাষ্ট্রকে একটি ‘স্টুপিড’ দেশ বানিয়েছে বলেও কড়া সমালোচনা করেন তিনি। গত শনিবার দেশটির একটি কনফারেন্সে দেশটির ৪৫ তম প্রেসিডেন্ট ট্রাম্প উপরের মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, তার শাসনামলের সময় পুতিন আমেরিকাকে সম্মান করত। কিন্তু এখন সম্মান করে না। বরং আমেরিকাকে দুর্বল মনে করে। ‘অতীতে যুক্তরাষ্ট্র স্মার্ট ছিল। কিন্তু বর্তমানে তা একটি স্টুপিড দেশ।’
গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেন। অনেক বিশ্লেষক এ ঘটনাকে নেতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, আফগানিস্তান থেকে পরাজিত হয়েই দেশত্যাগ করেছে মার্কিন সেনারা। এ ঘটনা পুতিনের মনোবল বৃদ্ধি করেছে বলে মনে করেন ট্রাম্প। তিনি আগ্রাসী মনোভাবের জন্য আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহারের দাবি করেন। তবে, রুশ হামলা শুরুর পর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। যদিও এ নিষেধাজ্ঞা আদৌ কতটুকু কার্যকর হবে, তা নিয়ে খোদ ওই সব দেশগুলোতেই প্রশ্ন ওঠেছে। কারণ রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তার প্রভাব ইউরোপকেই ভুগতে হবে।
ট্রাম্পের দাবি, ন্যাটোসহ মিত্র রাষ্ট্রগুলোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্মার্ট সিদ্ধান্ত না। বরং মস্কোর উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার দাবি তার।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে এক সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। বর্তমানে রুশ সেনাদের সঙ্গে রাজধানী কিয়েভের উত্তরে ইউক্রেনের সেনাদের তুমুল সংঘর্ষ চলছে।
বাইডেনের শাসনে ‘স্টুপিড’ দেশ হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ