ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে বিউটিশিয়ানের মৃত্যু

  • আপডেট সময় : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে যাওয়ার পর ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন।

গত রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গুলশান- ১ এর ৩০ নম্বর সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গুলশান থানার এসআই মাহবুব হোসাইন। নিহত নারীর নাম ফারজানা আক্তার মীম (৩০)। তিনি একটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা মাহবুব জানান, মহাখালীর এক বান্ধবীর বাসায় জন্মদিনের দাওয়াত খেতে গিয়েছিলেন মীম। রাত ২টার দিকে রাইড শেয়ারিং বাইকে তিনি ভাটারা এলাকার বাসায় ফিরছিলেন।

মীমকে বহনকারী বাইকটি গুলশান ১ থেকে যখন ২ নম্বরের দিকে যাচ্ছিল, তখন চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে চালকসহ দুজনই সড়কে ছিটকে পড়েন।

এসআই মাহবুব বলেন, প্রথমে শরীরে বড় ধরনের আঘাত দেখা না যাওয়ায় মীম আবার মোটরসাইকেলে উঠে বাসায় যান। বাসায় যাওয়ার পর শরীর খারাপ লাগলে তার বোন ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় ইন্টারনাল ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। কুমিল্লা মুরাদনগর উপজেলার আমান গ্রামের আব্দুল বারেকের মেয়ে মীম এক সন্তানের জননী ছিলেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে বিউটিশিয়ানের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে যাওয়ার পর ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন।

গত রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গুলশান- ১ এর ৩০ নম্বর সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গুলশান থানার এসআই মাহবুব হোসাইন। নিহত নারীর নাম ফারজানা আক্তার মীম (৩০)। তিনি একটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা মাহবুব জানান, মহাখালীর এক বান্ধবীর বাসায় জন্মদিনের দাওয়াত খেতে গিয়েছিলেন মীম। রাত ২টার দিকে রাইড শেয়ারিং বাইকে তিনি ভাটারা এলাকার বাসায় ফিরছিলেন।

মীমকে বহনকারী বাইকটি গুলশান ১ থেকে যখন ২ নম্বরের দিকে যাচ্ছিল, তখন চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে চালকসহ দুজনই সড়কে ছিটকে পড়েন।

এসআই মাহবুব বলেন, প্রথমে শরীরে বড় ধরনের আঘাত দেখা না যাওয়ায় মীম আবার মোটরসাইকেলে উঠে বাসায় যান। বাসায় যাওয়ার পর শরীর খারাপ লাগলে তার বোন ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় ইন্টারনাল ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। কুমিল্লা মুরাদনগর উপজেলার আমান গ্রামের আব্দুল বারেকের মেয়ে মীম এক সন্তানের জননী ছিলেন।