বিনোদন প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবছর উৎসবের ২৩তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে বলা হয়,“বসন্তের চিরসবুজ সমারোহের মাঝে পলাশের রক্তিমাভার সমন্বয়ে এবারের আসরটি সাজানো হয়েছে। পলাশের অনির্বাণ লালিমা বয়ে আনে বাঙালির প্রতিরোধ-সংগ্রামের স্মৃতি—কখনো মাতৃভাষা, কখনোবা স্বাধিকারের দাবিতে বারবার স্বৈরাচারী শোষণের বিরুদ্ধে রক্ত ঝরানোর দুঃসহ গৌরবের ইতিহাস।”
বছরের সেরা চলচ্চিত্রগুলো একই ছাদের নিচে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ এ! এরমধ্যে আছে শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, ইকবাল হোসেনের ‘বলী’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ এবং রায়হান রাফীর ‘তুফান’। উৎসবে মনোনীত ছবির নাম ঘোষণা করলেও ছবি প্রদর্শনীর সময়সূচি এখনো প্রকাশ করেনি।