ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলা কিউআর’ কোডে লেনদেনে সীমা উঠলো

  • আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলা কিইউআর (কুইক রেসপন্স) কোডে লেনদেনের সীমা উঠে গেলো। এতদিন সর্বোচ্চ লেনদেন সীমা ছিল ২০ হাজার টাকা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফাইনান্সিং সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিসটেম, সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিসটেম অপারেটরদের পাঠিয়েছে। নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। এ ব্যবস্থার পর আর পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না। আগামী ৩০ জুনের মধ্যে ব্যাংকগুলোর অ্যাপে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিসটেম চালু করতে হবে। এই পদ্ধতিতে লেনদেনের জন্য একক ব্যক্তিক হিসেবে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ২০ হাজার টাকা ছিল। বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় এই সর্বোচ্চ লেনদেনের সীমা উঠিয়ে নিলো। তবে সন্দেহভাজন নির্দিষ্ট লেনদেন ও বড় অংকের লেনদেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ব্যাংকগুলো তাদের সীমা নির্ধারণ করতে পারবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলা কিউআর’ কোডে লেনদেনে সীমা উঠলো

আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলা কিইউআর (কুইক রেসপন্স) কোডে লেনদেনের সীমা উঠে গেলো। এতদিন সর্বোচ্চ লেনদেন সীমা ছিল ২০ হাজার টাকা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত সার্কুলার জারি করে ব্যাংক, মোবাইল ফাইনান্সিং সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিসটেম, সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিসটেম অপারেটরদের পাঠিয়েছে। নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। এ ব্যবস্থার পর আর পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না। আগামী ৩০ জুনের মধ্যে ব্যাংকগুলোর অ্যাপে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিসটেম চালু করতে হবে। এই পদ্ধতিতে লেনদেনের জন্য একক ব্যক্তিক হিসেবে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ২০ হাজার টাকা ছিল। বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় এই সর্বোচ্চ লেনদেনের সীমা উঠিয়ে নিলো। তবে সন্দেহভাজন নির্দিষ্ট লেনদেন ও বড় অংকের লেনদেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ব্যাংকগুলো তাদের সীমা নির্ধারণ করতে পারবে।