নূর সিরাজী ঃ দিনদিন প্রতিদিন বাংলা আমার,
গাই গান শুনি গান বাংলা তোমার।
অবারিত সবুজের বাংলা আমার,
চির অম্লান তুমি বাংলা সোনার।
নদী সব বয়ে যায় বাংলার বুকে,
পাখি সব করে রব বাংলায় সুখে।
ঢাক ঢোল বাজে রোজ বাংলার তরে
নাচ গান করি সব বাংলার সুরে,
মিষ্টি ভাষাবাসির বাংলা আমার।
ফোটে ফুল দোলে ফুল বাংলার বুকে
ফসল ফলায় চাষী বাংলায় সুখে,
ধান-পাট মাঠে মাঠে বাংলায় দোলে
যুদ্ধের ইতিহাস বাংলা না ভোলে,
প্রেম প্রীতি বন্ধনে বাংলা আমার।
বৃষ্টিতে উর্বর বাংলার মাটি
বর্ষার কাদাজলে বাংলা যে খাটি
শীত আর গরমেও বাংলায় চলি
রোজকার মুখে সবে বাংলায় বলি,
প্রতিদিন ভালবাসা বাংলা আমার।
কবিদের কবিতারা বাংলায় হাসে
শিল্পীর ছবি যেন বাংলায় ভাসে,
বিশ্বের সেরা তুমি এই বাংলাদেশ
ছোট বড় সকলেই বাংলায় বেশ,
ছায়াময় মায়াময় বাংলা আমার।।