দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক পদে জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার (১১ মে) বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ৩১তম বার্ষিক সাধারণ অধিবেশনে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল আজিজ, শাহিনুর রেজা শাহিন, মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার দাস, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আহসান কবির শাহিন, ক্রীড়া সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সমাজসেবা সম্পাদক একরামুল মল্লিক রানা, প্রচার সম্পাদক এনামুল হক খান, তথ্য সম্পাদক মমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক হোসনে আরা ফেন্সি, মহিলা সম্পাদিকা আখতার জাহান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান বাবুল, কার্যকরী সদস্যরা হলেন, হারুন উর রশিদ, শ্রী কমলেশ চক্রবর্তী, আবু তোরাব, হাফিজুর রহমান, মানিক মিয়া, আব্দুল মান্নান, আলমগীর হোসেন, জাকির হোসেন ও সারোয়ার হোসেন। বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের। আমাদের এ কমিটিতে বন্দরে ব্যবসায়ী গতি ফিরাতে কাজ করবে আগামীতে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন, সম্পাদক চলন্ত
জনপ্রিয় সংবাদ