জেসমিন সুলতানা চৌধুরী : বাংলার আকাশে তুমি এক উজ্জ্বল নক্ষত্র।
সাত কোটি বাঙালিকে দেখিয়েছ পথ,
দিয়েছ নেতৃত্ব,
জ্বেলেছ আলো,
তৈরি করেছ স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র।
সূর্যের আলোয় যেমন সারা পৃথিবী আলোকিত,
তেমনি একদিন
এ বাংলার ভূমি ছিল তোমার আলোয় আলোকিত।
তোমার মশাল থেকে দিয়েছ আলো
লক্ষ কোটি জনতার হৃদয় মশালে,
আঁধারে জ্বালিয়ে আলো তুমি বন্দি হলে
কারাগারের চার দেয়ালের আড়ালে।
তোমার দেখানো পথে তাঁরা হেঁটেছে দিবা রজনী,
অর্ধাহারে, অনাহারে,নির্ঘুম নিশি করেছে পার,
ছেড়েছে গাঁ,ছেড়েছে পরিবার , ছেড়েছে জননী।
কুড়িয়েছে ফুল, বিঁধেছে কাঁটা
সে কাঁটার আঘাতে হয়েছে রক্ত ক্ষরণ ,
লক্ষ লক্ষ যোদ্ধা করেছে মৃত্যু বরণ।
তাঁরা নিয়েছিল শপথ
ছিনিয়ে আনবে বিজয়ের মালা,
পরাবে তোমার গলে।
বীরের জাতি মস্তক নত করে নি কভু
সয়েছে ব্যথার তীব্র যাতনা তবুও।
গেঁথেছে মালা অতি যতনে
রেখেছে আগলে সন্তর্পণে।
নয় মাস যুদ্ধ শেষে
ছিনিয়ে এনেছে স্বাধীনতার মালা,
ছিনিয়ে এনেছে বিজয়ের মালা।
পরিয়েছে তোমার গলে,
ছিন্ন করে এনেছে তোমাকে ভেঙে বেড়াজালে।
কভু ভুলবেনা এ জাতি তোমাকে
তুমি বেঁচে থাকবে আমৃত্যু
মানুষের হৃদয় মন্দিরে।
বাংলার নক্ষত্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ