বাণিজ্য ডেস্ক : ১২ সেপ্টেম্বর বাংলাদেশের সিরামিক টাইলসের জগতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকসের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন হলো দেশের সর্ববৃহৎ টাইলস মার্কেট বাংলামোটরে। ঢাকার বাংলামোটরের লিংক রোড এলাকায় আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট ‘ইয়াসির ট্রেড করপোরেশন’-এর এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক, ইয়াসির ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. হাসান-উর-রশিদসহ অন্যরা। অনন্য সাইজ ও অত্যাধুনিক সব ডিজাইনের টাইলস–পণ্য দিয়ে সাজানো এ শোরুমে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ সেবা। ১ হাজার ৫৩০ বর্গফুটের শোরুমটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব ফার্নিচার ও ডিসপ্লে টুল, যা গ্রাহকদের দেবে অসাধারণ লাইভ এক্সপেরিয়েন্স। উল্লেখ্য, দেশজুড়ে ১০০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিকস নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। শোরুমের সংখ্যার দিক দিয়েও আকিজ সিরামিকস দেশের শীর্ষস্থানীয় টাইলস কোম্পানি ও ব্র্যান্ড। পরপর তিনবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করা আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশন’-এর দৃঢ় প্রত্যয় নিয়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইলস-পণ্য বাজারে নিয়ে আসছে।