পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ভিসা চালু ও বন্দরের আমদানি রপ্তানির সময় সূচি বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে আমদানিকারকরা। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেনে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন, পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ, পচিালক হারুন রশিদ সেলিমসহ স্থলবন্দরের আমদানি রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা মহামারিতে অন্য ইমিগ্রেশনের মত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর-ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াতের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন সুবিধা চালু হলেও এখনো বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভারতগামী যাত্রীদের ভিসা দেওয়া হচ্ছে না। এতে করে ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছের স্থলবন্দরের ইমিগ্রেশন বাদ দিয়ে পাশের লালমনিরহাট-বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন অথবা বেনাপোল বন্দর দিয়ে যেতে হচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ স্থাপনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা শিগগিরই বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ভিসা চালুর দাবি জানান। এছাড়া বিষয়টিতে সরকারের নীতি নির্ধারকদের সহযোগিতা কামনা করে স্থলবন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত নির্ধরিত সময় বৃদ্ধি করার দাবি জানান ব্যবসায়ীরা।