ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ৫-১ গোলে হারলো দক্ষিণ কোরিয়ার কাছে

  • আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। কোরিয়া ৪-১ গোলে এগিয়ে ছিল। এরপর আরো একটি গোল করে তারা।

প্রথম কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে কোরিয়া ৷ ৮ মিনিটে ফিল্ড ও ১০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে কোরিয়া আরেকটি ফিল্ড গোল পায়। ২২ মিনিটে কোরিয়া স্কোরলাইন ৪-০ করে। ঐ মিনিটে বাংলাদেশের পেনাল্টি কর্ণার স্পেশালিষ্ট সোহানুর রহমান সবুজ ব্যবধান কমিয়ে ১-৪ করেন।

তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটে কোরিয়া পেনাল্টি স্ট্রোক পায়। এতে ৫-১ গোল জয় পায় কোরিয়া।

আজকের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের গ্রুপ পর্বের খেলা শেষ হয়। এখন বাংলাদেশকে ৫ম-৮ম স্থানের জন্য লড়তে হবে। বাংলাদেশে পঞ্চম-ষষ্ঠ স্থানের দিকে নজর। কারণ এতে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে।

এসি/আপ্র/০১/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ৫-১ গোলে হারলো দক্ষিণ কোরিয়ার কাছে

আপডেট সময় : ০৫:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। কোরিয়া ৪-১ গোলে এগিয়ে ছিল। এরপর আরো একটি গোল করে তারা।

প্রথম কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে কোরিয়া ৷ ৮ মিনিটে ফিল্ড ও ১০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে কোরিয়া আরেকটি ফিল্ড গোল পায়। ২২ মিনিটে কোরিয়া স্কোরলাইন ৪-০ করে। ঐ মিনিটে বাংলাদেশের পেনাল্টি কর্ণার স্পেশালিষ্ট সোহানুর রহমান সবুজ ব্যবধান কমিয়ে ১-৪ করেন।

তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটে কোরিয়া পেনাল্টি স্ট্রোক পায়। এতে ৫-১ গোল জয় পায় কোরিয়া।

আজকের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের গ্রুপ পর্বের খেলা শেষ হয়। এখন বাংলাদেশকে ৫ম-৮ম স্থানের জন্য লড়তে হবে। বাংলাদেশে পঞ্চম-ষষ্ঠ স্থানের দিকে নজর। কারণ এতে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে।

এসি/আপ্র/০১/০৯/২০২৫