ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ সিরিজে উইন্ডিজ দলে আরেক পরিবর্তন

  • আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরেক ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। এবার চোটের কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এভিন লুইস। অভিজ্ঞ এই ওপেনারের জায়গায় দলে ফিরেছেন আন্দ্রে ফ্লেচার। ফ্লেচার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। সেই সিরিজে এক ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। ভালো করতে না পারায় বাদ পড়েন। আউট হয়েছিলেন মাত্র ৪ রান করে। এরপর আর দলে ফিরতে পারেননি। লুইস চোটের পড়েন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। যে কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে তিনি থাকবেন বলে আশা করা হচ্ছিল। তবে গোটা সিরিজের জন্যই ছিটকে গেলেন। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৩-০ ব্যবধানের জয়ের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সেন্ট ভিনসেন্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সিরিজে উইন্ডিজ দলে আরেক পরিবর্তন

আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরেক ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। এবার চোটের কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এভিন লুইস। অভিজ্ঞ এই ওপেনারের জায়গায় দলে ফিরেছেন আন্দ্রে ফ্লেচার। ফ্লেচার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। সেই সিরিজে এক ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। ভালো করতে না পারায় বাদ পড়েন। আউট হয়েছিলেন মাত্র ৪ রান করে। এরপর আর দলে ফিরতে পারেননি। লুইস চোটের পড়েন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। যে কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে তিনি থাকবেন বলে আশা করা হচ্ছিল। তবে গোটা সিরিজের জন্যই ছিটকে গেলেন। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৩-০ ব্যবধানের জয়ের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সেন্ট ভিনসেন্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।